Logo
Logo
×

চাকরি

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চাকরির সুযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ এএম

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চাকরির সুযোগ

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/ প্রোগ্রামার/ কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: ৪০ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

২. পদের নাম: গবেষণা অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। সামাজিক বিজ্ঞান, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান বা ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি; অথবা প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিল্প বা অর্থনীতি-সংক্রান্ত গবেষণা কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন। বিদেশে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মান ও অভিজ্ঞতার সীমা শিথিলযোগ্য।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন প্রক্রিয়া: পূর্ণ জীবনবৃত্তান্ত (নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ডাক-ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিটসহ সাড়ে ৯ বাই সাড়ে ৪ ইঞ্চিবিশিষ্ট ফেরত খাম পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম