Logo
Logo
×

চাকরি

প্রাথমিকে সুখবর, নিয়োগ হবে ১০ হাজার শিক্ষক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

প্রাথমিকে সুখবর, নিয়োগ হবে ১০ হাজার শিক্ষক

ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী চার মাসের মধ্যে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এরই লক্ষ্য সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহের মিলনায়তনে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন। 

আরও পড়ুন: প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা কবে, জানাল শিক্ষা অধিদপ্তর

সচিব বলেন, সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান। ২০৩০ সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩০ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩১ তে দাঁড়িয়েছে। আমরা আশাবাদী ২০২৪ সালের মধ্যেই এ অনুপাত ১:৩০ হবে। 

নাম প্রকাশ না করার শর্তে গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে সেখানে পদ সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করা হবে।  নতুন সার্কুলার দিয়ে এতো অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।   
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম