Logo
Logo
×

চাকরি

পাউবোর ২৮ পদে আবেদন শেষ হচ্ছে কাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

পাউবোর ২৮ পদে আবেদন শেষ হচ্ছে কাল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে কাল বুধবার। এই প্রতিষ্ঠানে ১৬তম গ্রেডে ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: রাজস্ব সার্ভেয়ার
পদসংখ্যা: ২৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাশসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ফাইনাল পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থীরা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

বয়সসীমা
১ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পাউবোর ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের পর ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি পরিশোধের বিস্তারিত নিয়মাবলি একই ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। প্রয়োজনে অফিস চলাকালে হটলাইন নম্বরে (০২-২২২২৩০৩০৩) যোগাযোগ করা যেতে পারে।

আবেদন ফি
অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম