Logo
Logo
×

রাজনীতি

গোলাম পরোয়ারের উপস্থিতিতে জামায়াতের অমুসলিম কমিটি, সভাপতি কৃষ্ণ

Icon

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

গোলাম পরোয়ারের উপস্থিতিতে জামায়াতের অমুসলিম কমিটি, সভাপতি কৃষ্ণ

খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে হিন্দু সমাবেশ এবং কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অমুসলিম সম্প্রদায়ের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দী।

রোববার বিকালে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

উপজেলা জামায়েতের আমির অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইমরান হুসাইন, সহ-সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্ম-পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সভাপতি মো. বেলাল হুসাইন রিয়াদ, জামায়েত নেতা মো. গাজী সাইফুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মো. মোসলেম উদ্দীন, স্বদেশ হালদার, সঞ্জিত রায় প্রমুখ।

সভা পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান ও বিএম আলমগীর হোসেন।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম সম্প্রদায়ের লোকদের নিয়ে ডুমুরিয়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় চুকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দীকে। অধ্যক্ষ দেব প্রসাদকে সেক্রেটারি করা হয়েছে।

এছাড়া ডা. হরিদাস মণ্ডল, প্রশান্ত মণ্ডল ও কানাইলাম কর্মকারকে সহ-সভাপতি, বুদ্ধদেব মণ্ডলকে সহ-সেক্রেটারি, গৌতম মণ্ডলকে অর্থ সম্পাদক, অনুপম সরকার, পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার ও বিপ্লব সরকারকে সদস্য নির্বাচিত করে ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম