Logo
Logo
×

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে দারুণ এক ফিচার!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১২:২৪ পিএম

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে দারুণ এক ফিচার!

ফাইল ছবি

ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠেছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও। তবে দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে ছিল না রি-শেয়ার অপশন। যার ফলে অন্যের স্ট্যাটাস শুধু দেখা যেত কিন্তু শেয়ার করার অপশন ছিল না। এবার এই ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও।

দারুণ এই ফিচারটির মাধ্যমে কেউ স্ট্যাটাসে পোস্ট করে সেখানে যদি আপনাকে মেনশন করেন তাহলে তা নিজের স্ট্যাটাসে শেয়ার করা যাবে। 

নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের কাছে অ্যাপের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এদিকে ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। যুক্ত করা হচ্ছে এআই ফিল্টার। এর সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ব্যবহারকারীরা। 

ওয়েবিটাইনফো জানিয়েছে, বেটা ব্যবহারকারীদের একাংশ এআই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। তারা ভিডিও কলের সময় নিজেদের মুখে এআই ফিল্টার ব্যবহার করতে পারছেন। অনেক ধরনের অ্যাফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম