Logo
Logo
×

সামাজিক মাধ্যম

বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৬:১৬ পিএম

বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও দিয়ে স্টোরি পোস্ট করে থাকেন কম বেশি সবাই, যা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এটি ফেসবুক ব্যহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। আবার স্টোরিতে কারো নাম মেনশন করলে সেই ব্যক্তি চাইলে স্টোরিটি শেয়ার করতে পারেন। কিন্তু এর জন্য বিব্রতকর পরিস্থিতিতেও পড়েন অনেকে। 

তবে ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধা বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। আপনি চাইলে সেটি বন্ধ করে দিতে পারেন। কিভাবে ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধা বন্ধ করবেন, চলুন জেনে নেই।

বন্ধ করবেন যেভাবে:

*প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। 

*এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সেটিংস বাটনে ট্যাপ করতে হবে। 

*এবার স্ক্রল করে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে থাকা স্টোরিজ অপশন নির্বাচন করতে হবে।

*পরের পেজে প্রদর্শিত অপশন থেকে শেয়ারিং অপশনস নির্বাচন করলেই দুটি অপশন দেখা যাবে। 

*‘অ্যালাউ আদারস টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি’-এর নিচে থাকা ডোন্ট অ্যালাউ অপশন সিলেক্ট করলে অন্য কেউ স্টোরি শেয়ার করতে পারবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম