মৃত ব্যক্তির ঋণ কি জাকাত থেকে পরিশোধ করা যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
প্রশ্ন: আমি শুনেছি, অসহায় ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করলেও জাকাত আদায় হয়। গত মাসে আমার দরিদ্র এক চাচাতো ভাই কিছু ঋণ রেখে মারা যান। তার সেই ঋণ যদি আমি আমার জাকাতের টাকা দিয়ে পরিশোধ করি, তাহলে কি আমার জাকাত সঠিকভাবে আদায় হবে?
উত্তর: জাকাতের টাকা দিয়ে জীবিত দরিদ্র ব্যক্তির অনুমতি নিয়ে তার ঋণ আদায় করা যায়। কিন্তু মৃত ব্যক্তির ঋণ জাকাতের টাকা দিয়ে আদায় করলে জাকাত আদায় হয় না।
সুতরাং আপনার মৃত ভাইয়ের ঋণ জাকাতের টাকা দিয়ে পরিশোধ করলে আপনার জাকাত আদায় হবে না; বরং তার ঋণ পরিশোধ করতে চাইলে সাধারণ নফল সদকা থেকে আদায় করতে হবে। অথবা জাকাত গ্রহণের যোগ্য কোনো (দরিদ্র) ব্যক্তি নিজের জন্য জাকাত গ্রহণ করে সেই টাকা দিয়ে সে মৃতের ঋণ পরিশোধ করে দিতে পারে।
উল্লেখ্য যে, মৃত ব্যক্তির কোন আপনজন যদি জাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ও গরীব হয় এবং সে নিজের জন্য কারো কাছ থেকে জাকাতের টাকা নিয়ে সেচ্ছায় মৃত ব্যক্তির ঋণ আদায় করে দেয় তাহলে সেক্ষেত্রে জাকাতও আদায় হয়ে যাবে এবং ঋণও আদায় হয়ে যাবে।
সূত্র: বাদায়েউস সানায়ে ২/১৪৩; ফাতাওয়া খানিয়া ১/২৬৮; আলমুহীতুর রাযাবী ১/৫৫২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; তাবয়ীনুল হাকায়েক ২/১২০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮