Logo
Logo
×

ইসলাম ও জীবন

সাক্ষী ছাড়া তালাক দিলে কার্যকর হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম

সাক্ষী ছাড়া তালাক দিলে কার্যকর হবে?

প্রশ্ন: কোন ব্যাক্তি নিজে নিজে আল্লাহকে স্বাক্ষী রেখে স্ত্রীর অনুপস্থিতিতে তিন তালাক দেয়। সে খবর স্ত্রীর কাছে পাঠায় নি। তবে কারো কথা প্রসঙ্গে স্ত্রী পরে জানতে পারে। এ ব্যাপারে তার হুকুম কি?

উত্তর: তালাক স্ত্রীকে শুনিয়ে দিতে হবে কিংবা সাক্ষী রাখতে হবে; তালাকের ক্ষেত্রে এজাতীয় কোনো শর্ত নেই। বরং ফকিহদের ঐকমত্য হল, স্বামী যদি নির্জনে একা একা বসে তালাক দেয় তাহলেও তালাক হয়ে যায়। (রদ্দুল মুহতার ৪/৯৬, দারু আলামিল কুতুব, রিয়াদ, আল্মুহীতুল বুরহানী ৩/২১০)

সুতরাং ওই লোকের স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে গেছে। 

আর তিন তালাক হয়ে গেলে বিধান কী- এসম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেওয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সঙ্গে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। 

অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সূরা বাকারা-২৩০)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম