Logo
Logo
×

ইসলাম ও জীবন

আজানের সময় সালাম দেওয়া যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম

আজানের সময় সালাম দেওয়া যাবে?

প্রশ্ন: আজানের সময় সালাম দেওয়া জায়েজ আছে কি? 

উত্তর: আজানের জবাব দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কেননা, একাধিক হাদিসের এর নির্দেশ দেওয়া হয়েছে। 

যেমন, এক হাদিসে এসেছে, নবীজী (সা.) বলেছেন, যখন তোমরা আজান শোন! তখন তা’ই বল যা মুয়াজ্জিন বলে। তথা আজানের জবাব দাও। (বুখারি ৫৮৬, মুসলিম ৩৮৪)

এ কারণে যেসব অবস্থায় সালামের জবাব দেওয়া কঠিন, ফকিহগণ সেসব অবস্থায় সালাম দিতে নিষেধ করে। যথা, পস্রাব-পায়খানা, ওজু, নামাজ, আজান চলাকালীন সময়, কুরআন তেলাওয়াত, ধর্মীয় গুরুত্বপূর্ণ আলোচনা ইত্যাদিতে রত ব্যক্তিকে সালাম দেওয়া অনুচিত। 

মসজিদে প্রবেশের সময় নামাজে বা অন্য কোনো ইবাদতে লিপ্ত নেই এমন কারো মুখোমুখি হলে অন্য কোনো মুসল্লিদের ইবাদতে ব্যাঘাত না করে নিম্ন স্বরে সালাম দেওয়া যাবে। এক্ষেত্রে সালাম দেওয়াই নিয়ম। কিন্তু যদি মুসল্লিরা নিজ নিজ ইবাদতে মশগুল থাকে সেক্ষেত্রে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে।

আর মসজিদে অন্যের ক্ষতি হয় এমন উচ্চ স্বরে সালাম বলা সঠিক নয়। 

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৫, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩২, আল বাহরুর রায়েক ৮/২০৭, আল মুহীতুল বুরহানী ৮/১৯, রদ্দুল মুহতার ১/৬১৬

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম