Logo
Logo
×

মাসআলা-মাসায়েল

অসুস্থতার কারণে ফরজ গোসলের পরিবর্তে ওজু বা তায়াম্মুম করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

অসুস্থতার কারণে ফরজ গোসলের পরিবর্তে ওজু বা তায়াম্মুম করা যাবে?

প্রশ্ন: অসুস্থতার কারণে আমি গোসল করতে পারি না। কিন্তু ওজু করতে পারি। প্রশ্ন হল, আমি কি ফরজ গোসলের পরিবর্তে ওজু করতে পারব? নাকি তায়াম্মুম করব?

উত্তর: ফরজ গোসল করতে সক্ষম না হলে গোসলের পরিবর্তে তায়াম্মুম করবেন। এক্ষেত্রে ওজু করার প্রয়োজন নেই। 

কেননা এক্ষেত্রে এই তায়াম্মুমই গোসল এবং ওজুর জন্য যথেষ্ট। আর এই তায়াম্মুম দ্বারা তিলাওয়াত, নামাজ ইত্যাদি পড়তে পারবেন। 

অবশ্য এরপর ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে তখন ওজু করতে হবে। আর পরবর্তীতে যখন গোসল করার সামর্থ্য হবে তখন গোসল করে নিতে হবে।

সূত্র: কিতাবুল আসল ১/১০৭; মাবসূত, সারাখসী ১/১১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৮; ফাতাওয়া খানিয়া ফাতাওয়া হিন্দিয়া ১/২৯; আলবাহরুর রায়েক ১/১৫২

ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়বেন


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম