Logo
Logo
×

ইসলাম ও জীবন

নবীজির মুজেযা

নবীজির সামনে কথা বলল ভুনা গোশত

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

নবীজির সামনে কথা বলল ভুনা গোশত

এটা কি কল্পনা করা যায়- গোশতের টুকরা কথা বলবে। তাও আবার ভুনা গোশত!

হাঁ, এমনই এক আশ্চর্য বিষয় ঘটেছে আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। স্বাভাবিকভাবে তো এটা সম্ভব না; এটা ঘটেছে নবীজির মুজেযা হিসাবে। আল্লাহ ঘটিয়েছেন তার নবীর হাতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। 

একবার এক নারী নবীজিকে কিছু ভুনা গোশত হাদিয়া পাঠাল। পাঠিয়েছে হাদিয়া, কিন্তু তার মতলব ছিল খারাপ। সে বিষ মিশ্রিত গোশত পাঠিয়েছিল। সে ছিল এক ইহুদি নারী। 

ইহুদিদের একটি স্বভাব হল নবীদের কষ্ট দেওয়া। তারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। এমনকি আমাদের নবীজিকেও অনেক কষ্ট দিয়েছে।

তার বদ মতলবের কথা তো আর নবীজির জানা ছিল না। আর জানবেনই বা কীভাবে; নবীজি তো গায়েব জানতেন না। ভবিষ্যতের যে বিষয় আল্লাহ জানাতেন তাই তিনি জানতেন। ভবিষ্যতের যে কথা আল্লাহ তাকে বলে দিতেন তাই তিনি বলতেন; নিজে থেকে গায়েবের কোনো বিষয় জানা তার পক্ষে সম্ভব ছিল না। কারণ, গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ তাআলা; একথা আল্লাহ কুরআনে বলেছেন।

যাইহোক, তার পাঠানো ভুনা গোশত নবীজি ও তার কয়েকজন সাহাবী খাওয়া শুরু করলেন। পরক্ষণেই নবীজি বললেন, সবাই গোশত থেকে হাত উঠিয়ে নাও; কেউ আর একটু গোশতও মুখে দেবে না! সবাই তো অবাক। হল কী?

নবীজি বললেন, এই গোশতই আমাকে বলে দিয়েছে- তাতে বিষ মেশানো। সুতরাং খবরদার তোমরা তাতে হাত দিবে না।

এ গোশত খেয়ে ফেলার কারণে এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবীজি কষ্ট পেলেন। কিন্তু আল্লাহ নবীজিকে রক্ষা করলেন। নবীজির কিছু হল না।

এরপর নবীজি ওই ইহুদি নারীকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কেন এতে বিষ মিশিয়েছ? সে বলল, আপনাকে কে বলল- আমি এতে বিষ মিশিয়েছি? নবীজি বললেন, তুমি যে গোশতে বিষ মিশিয়েছ সেই গোশতই আমাকে বলে দিয়েছে!

তো কী উদ্দেশ্যে এতে বিষ মিশ্রিত করেছ? সে বলল, আপনি যদি সত্য নবী হন তাহলে আমার জানা মতে এ বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তা না হন; সাধারণ রাজা-বাদশা হন তাহলে আপনার থেকে মানুষেরা নিষ্কৃতি পাবে।

হাঁ, ওই ইহুদি নারীর ধারণা সত্য প্রমাণিত হয়েছে। বিষ নবীজির কোনো ক্ষতি করতে পারেনি। বরং নবীজির মুজেযা প্রকাশ পেয়েছে; মুমিনের ঈমান মজবুত হয়েছে, কাফেরের সামনে নবীজীর সত্যতা প্রমাণিত হয়েছে। 

সূত্র: সুনানে আবু দাউদ, হাদীস ৪৫১২; মুসতাদরাকে হাকেম, হাদীস ৪৯৬৭; সুনানে কুবরা, বায়হাকী, হাদিস ১৬০১০

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম