Logo
Logo
×

ইসলাম ও জীবন

হজরত ঈসার (আ.) অনুসারীদের হাওয়ারী বলা হয় কেন?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম

হজরত ঈসার (আ.) অনুসারীদের হাওয়ারী বলা হয় কেন?

হাওয়ারী (حواري) শব্দের অর্থ সঙ্গী, বন্ধু, সাহায্যকারী ইত্যাদি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক হাদিসে বর্ণিত হয়েছে- প্রত্যেক নবীরই সঙ্গী বা সাহায্যকারী রয়েছে, আর আমার সঙ্গী বা সাহায্যকারী হল যুবায়ের ইবনুল আওয়াম।  (সহিহ বুখারি, হাদিস ২৮৪৬, ২৮৪৭, ২৯৯৭; সহিহ মুসলিম, হাদিস ২৪১৫)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিস অনুযায়ী প্রত্যেক নবীর বিশেষ এক বা একাধিক সঙ্গী তাদের হাওয়ারী। এ হিসেবে ঈসা আলাইহিস সালামের নিষ্ঠাবান বিশেষ সঙ্গীরাও তার হাওয়ারী। 

সুরা আলে ইমরানের ৫২ নম্বর আয়াতে তাদের কথা বর্ণিত হয়েছে, যখন ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বললেন- ‘কে কে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে?’

তখন হাওয়ারীরা বললেন, আমরা আল্লাহর (দ্বীনের) সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন, নিশ্চয়ই আমরা অনুগত।

হাওয়ারী (حواري) শব্দের আরেকটি অর্থ ‘ধোপা’।

কোনো কোনো বর্ণনা অনুযায়ী, ঈসা আলাইহিস সালামের প্রথম দিকের অনুসারীদের মধ্যে কেউ কেউ ধোপা ছিলেন। তাদেরকে হাওয়ারী বলা হত। তাদের সঙ্গে মিলিয়ে ঈসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ অন্যান্য অনুসারীগণকেও হাওয়ারী বলা হয়। 

(দ্র. সংশ্লিষ্ট আয়াতের তাফসির: তাফসিরে কুরতুবী, যাদুল মাসীর, তাফসিরে ইবনে কাসির, লুগাতুল কুরআন, আবদুর রশীদ নুমানী ২/২৯৫) 

এক ওয়াক্ত কাজা নামাজ থাকলে অন্য ওয়াক্তের জামাতে শরিক হওয়ার বিধান

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম