Logo
Logo
×

ইসলাম ও জীবন

রজতজয়ন্তী উৎসবে যুগান্তর, আলেমদের শুভেচ্ছা ও দোয়া

Icon

তোফায়েল গাজালি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রজতজয়ন্তী উৎসবে যুগান্তর, আলেমদের শুভেচ্ছা ও দোয়া

‘নতুন পানিতে সফর এবার’-এ স্লোগান নিয়ে ২৬ বছরে যাত্রা শুরু করেছে দৈনিক যুগান্তর। দীর্ঘ এ পথপরিক্রমায় যুগান্তরের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের আলেম-ওলামা, পির-মাশায়েখ, ইসলামি রাজনীতিক, লেখক-বুদ্ধিজীবী ও সব শ্রেণির ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে তারা শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন যুগান্তর পরিবারকে। টেলিফোনে ও সরাসরি তাদের মতামত নিয়েছেন-তোফায়েল গাজালি

হেফাজতের আন্দোলনে যুগান্তর পাশে ছিল

ইসলামে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। দ্বীনের প্রচারে গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়। এটি দাওয়াতের বিশাল বড় এক হাতিয়ার। যুগান্তর সব সময় দেশ, স্বাধীনতা ও মানবতার পক্ষে কথা বলে। আলেমদের মর্যাদা, ইমাম-খতিবদের অধিকার এবং ধর্মপ্রাণ মানুষের মনের কথাগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ জন্য পত্রিকাটির প্রতি দেশের ধর্মপ্রাণ মানুষের অন্য রকম এক ভালোবাসা কাজ করে। সবচেয়ে বড় কথা ২০১৩ সালের হেফাজতের আন্দোলনে যুগান্তর আমাদের পাশে ছিল। আমি মন খুলে দোয়া করছি যুগান্তর আরও অনেক দূর এগিয়ে যাক। বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কুরআন-সুন্নাহর প্রচারে যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করবে সে প্রত্যাশা করি। ২৫ পেরিয়ে ২৬-এর আনন্দঘন এ মুহূর্তে যুগান্তরের প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ

দৈনিক যুগান্তরের ভূমিকা প্রশংসার দাবিদার

সত্যের সন্ধানে নির্ভীক স্লোগান ধারণ করে ২৫ বছর অতিক্রম করে ২৬তম বর্ষে পদার্পণ করায় দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক এবং পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি-দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এ দেশের গণমাধ্যম দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দৈনিক যুগান্তরের ভূমিকা প্রশংসার দাবিদার। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ইসলামের ইতিহাস ঐতিহ্যকে লালন ও পালন এবং চিন্তাচেতনায় ধারণ করে সাম্প্রদায়িকতামুক্ত প্রজন্ম তৈরিতে

বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পির সাহেব চরমোনাই

আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ

আমাদের দুঃসময়ের সাথি যুগান্তর

আমি বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের নিপীড়নের একটি প্রতীকী চিত্র। দীর্ঘ একটা সময় আমাদের কারাবন্দিত্বের মধ্যে অতিক্রান্ত করতে হয়েছে। তিন বছরের এ কারাবন্দি সময়ে যুগান্তর আমার কাছে একটি গুরুত্বপূর্ণ কাগজ হিসাবে বাইরের জগতের খবরগুলো পৌঁছে দিত। অন্য পত্রিকাগুলোর ভিড়ে যুগান্তরকে আমরা সেখানে ব্যতিক্রম হিসাবে পেয়েছি। বিগত দুঃশাসনের সময়ে সব পত্রিকাই ফ্যাসিবাদের বন্দনা গাইত, ব্যতিক্রম ছিল যুগান্তর। আমাদের দুঃসময়ের সাথি হিসাবে যুগান্তরকে ধন্যবাদ জানাই। যুগান্তর ২৫ পেরিয়ে ২৬ বছরে পা রেখেছে। দীর্ঘ এ পথচলায় দেশের সব শ্রেণির মানুষের হৃদয়জুড়ে ভালোবাসার আসন দখল করে আছে এটি। আলেম-ওলামা ও ইসলামি জনতার অধিকার আদায়ে যুগান্তরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ থাকবে যুগান্তর সব সময় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে নীতি ও আদর্শেরও ওপর অবিচল থেকে দেশ ও মানুষের জন্য কাজ করবে। কায়েমি স্বার্থবাদী ফ্যাসিবাদী স্বৈরাচারীদের শক্তি জোগাবে না। পাঠকের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাবে যুগান্তর। আগামীর পথচলা সফল ও সুন্দর হোক-এ শুভকামনা করছি।

মাওলানা মামুনুল হক

আমির, বাংলাদেশ খেলাফত মজলিস

ইসলাম ও দেশপ্রেমের চেতনায় এগিয়ে যাক

প্রথম শ্রেণির একটি কাগজ হিসাবে যুগান্তর সর্ব মহলেই সমাদৃত। যুগান্তরের ইসলাম বিভাগও ধর্মপ্রাণ মানুষের মাঝে বেশ জনপ্রিয়। আশা করব, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় যুগান্তর এগিয়ে যাবে। বিশেষত গবেষণামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণ আলেমদের পৃষ্ঠপোষকতাও অব্যাহত থাকবে। ২৫ পেরিয়ে ২৬ বছরে পা রাখার আনন্দঘন এ মুহূর্তে যুগান্তরের সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ইসলামের আলো ছড়িয়ে দিন

৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। দেশের অধিকাংশ মানুষ ইসলামপ্রিয়। শান্তি ও মুক্তির ধর্ম ইসলাম। জনগণের কাছে যত বেশি ইসলামের বাণী পৌঁছে দেওয়া যাবে, দেশে শান্তি, শৃঙ্খলা সুশাসন তত বেশি সুসংহত হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। গণমাধ্যমই পারে মানুষের দ্বারে দ্বারে ইসলামের সঠিক মর্মকথা পৌঁছে দিতে। জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তর নিয়মিত ধর্মীয় পাতা প্রকাশ করে ইসলামের মহান একটি খেদমত করছে। গণমানুষের তথ্য চাহিদা পূরণের পাশাপাশি ধর্মীয় চাহিদাও পূরণ করছে। যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবার প্রতি আমার দোয়া ও শুভেচ্ছা রইল।

মাওলানা আবদুল বাছিত আজাদ

আমির, খেলাফত মজলিস বাংলাদেশ

মজলুম মানুষের পক্ষে যুগান্তর

যুগান্তরের বড় অর্জন হলো মজলুম মানুষের পক্ষে জনমত গড়তে শুরু থেকেই সাহসী ভূমিকা পালন করছে। যুগান্তরে ইসলাম ও জীবন পাতার গ্রহণযোগ্যতা-পাঠকপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জুমার দিন খতিব সাহেবরা মসজিদের মিম্বরে বসে মুসল্লিদের উদ্দেশে দ্বীনি নসিহত করেন। প্রত্যেকের সামনে তার এলাকার নির্ধারিত মুসল্লিরাই থাকেন; কিন্তু একটি জাতীয় দৈনিকের এক পাতার ইসলাম নিয়ে আয়োজন একদিনেই লাখো-কোটি মানুষের সামনে পৌঁছে যাচ্ছে। ‘ইসলাম ও জীবন’ পাতার মাধ্যমে যুগান্তর দাওয়াতি দায়িত্বও পালন করছে। যুগান্তর তার গুরুদায়িত্ব পালনে ব্রত থাকবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও সুসংহত করবে। যুগান্তরের জন্য মন খুলে দোয়া করি।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

দ্বীন প্রচারে ভূমিকা রাখছে যুগান্তর

ইসলামকে যুগোপযোগী ও আধুনিক ধর্ম হিসাবে বাংলা ভাষাভাষীদের কাছে উপস্থাপনে যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা বিশেষ ভূমিকা রেখেছে। যুগের মননের পরিপ্রেক্ষিতে ইসলামকে আধুনিকভাবে উপস্থাপন গুরুত্বপূর্ণ একটি বিষয়। ‘ইসলাম ও জীবন’ পাতার মাধ্যমে যুগান্তর সে গুরুদায়িত্ব পালন করছে। এ পাতার বিশেষত্ব হলো, সমসাময়িক বিষয় ইসলামের দৃষ্টিতে খুব চমৎকারভাবে তুলে ধরা হয়। মানসম্মত লেখকরা এ পাতায় লেখেন। ফলে পাঠকের মনের খোরাক এবং তৃষ্ণা মেটাতে এ পাতা প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। ২৬ বছরে পদার্পণের এ শুভক্ষণে সবাইকে জানাই অভিনন্দন।

মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী

সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)

ওলামাদের অধিকার আদায়ে সোচ্চার

সাহসিকতা, সততা, ইসলাম ও দেশপ্রেমের কারণে যুগান্তর এ দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের যুগ সচেতন করে তুলতে ও আলেম-ওলামাদের অধিকার আদায়ে গত ২৫ বছর ধরে যুগান্তরকে আমরা সোচ্চার ভূমিকা পালন করতে দেখেছি। যুগান্তরের জন্য যারা শ্রম-ঘাম দিচ্ছেন তাদের সবার ইহ-পরকালীন মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। ইসলাম, দেশ-জাতি সর্বোপরি মজলুম মানবতার পক্ষে যুগান্তর সব সময় কাণ্ডারির ভূমিকা পালন করবে সে প্রত্যাশা করি। সত্য ও সুন্দরের এ ধারা অব্যাহত থাকুক সেই দোয়া করছি।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

যুগ্ম মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

সত্য ও কল্যাণের বার্তাবাহী

যুগান্তর ২৬ বছরে পদার্পণ করেছে এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। সত্য-সুন্দর ও কল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যুগান্তর সেই শুরু থেকে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ সহজ ভাষায় বাংলা ভাষাভাষী মানুষের সামনে উপস্থাপন করতে দৈনিক যুগান্তরের ইসলাম ও জীবন পাতার অবদান অতুলনীয়। সপ্তাহের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন পাতায় মানুষ ইসলাম ও জীবনঘনিষ্ঠ নানা জিজ্ঞাসার জবাব যেমন জানতে পারে, তেমনি ইসলামের ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি যুগ সচেতনতার তালিম গ্রহণ করে। যুগান্তরের রজতজয়ন্তীতে পাঠক, লেখকসহ সবাইকে অভিনন্দন।

মাওলানা আহমদ আলী কাসেমী

নায়েবে আমির, খেলাফত মজলিস বাংলাদেশ

কুরআন-সুন্নাহ প্রচারে অগ্রণী

ভূমিকা পালন করছে

ইসলামে গণমাধ্যমকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি দ্বীন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। যুগান্তর সত্য সুন্দর ও কল্যাণের দাওয়াত দেয়। বিশেষভাবে ‘ইসলাম ও জীবন’ পাতা ইসলামি শিক্ষা-সংস্কৃতি ও ধর্মপ্রাণ মানুষের অধিকার নিয়ে কথা বলে। আমরা আশা করব, যুগান্তর আরও এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কুরআন-সুন্নাহ প্রচারে যুগান্তর অগ্রণী ভূমিকা পালন করছে। যুগান্তরসংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ।

মাওলানা আশরাফ আলী নিজামপুরী

অধ্যাপক, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম

ইসলাম ও মানবতার পক্ষের শক্তি

দুই যুগের বেশি সময় ধরে নিষ্ঠা ও দায়িত্ববোধ সঙ্গে নিয়ে শীর্ষ অবস্থান বজায় রেখে পথ চলছে যুগান্তর। গণমাধ্যমের দুনিয়ায় এ বিশেষ অবস্থান অর্জনের পেছনে রয়েছে পত্রিকাটির সময়োপযোগী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। ইসলাম ও জীবন পাতার মাধ্যমে যুগান্তর অনন্য উচ্চতায় উঠেছে। জাতীয় এ দৈনিকের আগামী দিনগুলো আরও সুন্দর ও বর্ণিল হোক, ইসলাম ও মানবতার পক্ষের শক্তি হিসাবে বহুদূর এগিয়ে যাক সেই দোয়া করছি। শংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

মহাসচিব, ইসলামি ঐক্যজোট

দ্বীনি দাওয়াতের বাহক যুগান্তর

দৈনিক যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্রপ্রহরী, ইসলাম ও মুসলিম উম্মাহর পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক যুগান্তর তার দীর্ঘ পথচলায় যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা বিরল। কুরআন-সুন্নাহের শাশ্বত বাণী যুগের ভাষায় মানুষের সামনে পৌঁছে দিতে যুগান্তরের ইসলাম ও জীবন পাতা অনন্য অবদান রেখে চলছে। যুগান্তর শুধু একটি সংবাদমাধ্যমই নয় বরং দ্বীনি দাওয়াতের বাহক হিসাবে কাজ করে আসছে। আমরা যুগান্তরের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী

বিশিষ্ট আলেম, পিরে কামেল ও মুফাসসিরে কুরআন

ধর্মপ্রাণ মানুষের মনোযোগ আকর্ষণ করেছে

ইসলামের সৌন্দর্য ও সংস্কৃতি উপস্থাপনে যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতা বিশেষ ভূমিকা রেখেছে। যুগের মননের পরিপ্রেক্ষিতে ইসলামের উপযোগী উপস্থাপন গুরুত্বপূর্ণ বিষয়। যুগান্তর সে গুরুদায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে। শুরু থেকেই ‘ইসলাম ও জীবন’ পাতা ধর্মপ্রাণ মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। এ পাতার অনেক লেখক আজ মাদ্রাসাগুলোয় সাহিত্যের শিক্ষক, বিভিন্ন জাতীয় দৈনিকের বিভাগীয় সম্পাদক। যুগান্তর অনেক পথ পাড়ি দিয়েছে, অনেক পরিণত হয়েছে। সেইসঙ্গে সমৃদ্ধ হয়েছে ইসলাম ও জীবন বিভাগও। শুরুর দিনগুলোতে আমারও বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে। সেসব একেকটি উজ্জ্বল স্মৃতির প্রহর। ২৫ পেরিয়ে যুগান্তর ২৬ বছরে পা রেখেছে। রজতজয়ন্তীতে শুভকামনা এবং ইসলামের আদর্শ উপস্থাপনে আরও অগ্রসর ভূমিকার প্রত্যাশা।

মাওলানা শরীফ মুহাম্মদ

আলেম, লেখক, সাংবাদিক

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম