Logo
Logo
×

ইসলাম ও জীবন

নিত্যদিনের সঙ্গী হোক শত হাদিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

নিত্যদিনের সঙ্গী হোক শত হাদিস

‘তোমার মনে কখনো কারও প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না-এটাই আমার সুন্নত’ কিংবা ‘কর্মের দিক থেকে যার দুটি দিনই সমান গেল সে ক্ষতিগ্রস্ত হলো আর যার আজকের দিনটি কর্মের দিক থেকে গতকালের চেয়ে খারাপ গেল সে হতভাগা’-নিজের ও অপরের কল্যাণ করার মানবিক দৃষ্টিভঙ্গি সম্বলিত এমন শত হাদিসের সংগ্রহ নিয়েই প্রকাশিত ছোট্ট পকেট বই ‘নিত্যদিন শত হাদিস’।

হাদিসের বিশাল ভাণ্ডার থেকে এমন সব হাদিস এখানে তুলে আনা হয়েছে যার চর্চা নিত্যদিন জরুরি। যার চর্চায় বাড়বে ভ্রাতৃত্ববোধ, কমবে হানাহানি। উদাহরণ দেওয়া যাক। বইটির ৫৫ পৃষ্ঠার হাদিসটি এমন–(তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।) ‘অতীতে ধর্মচর্চা নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, তারা নিহত ও ধ্বংস হয়েছে।’ নবীজী (সা.) তিন বার একথার পুনরাবৃত্তি করেন।

আবু যর গিফারী রা. বর্ণিত হাদিস ‘অন্যের এমন সব দোষত্রুটি দেখা ও বলা থেকে বিরত থাকো যা তোমার মধ্যেও আছে’ অথবা আবু হুরায়রা রা. বর্ণিত ‘প্রজ্ঞা ১০ ভাগে বিভক্ত। নয় ভাগ জড়িত নিরাসক্তির সঙ্গে আর একটি ভাগ জড়িত মৌনতার সঙ্গে’ ইত্যাদি পাঠ পাঠকমনে প্রতিফলিত করবে সুস্থ জীবনাচার। করবে সফল ও সুখী। দুনিয়া ও আখেরাতে তিনি হবেন সম্মানিত।

কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকাশিত সবুজ কলাপাতা প্রচ্ছদে তুলির প্রলেপ। দৃষ্টিনন্দন। বইটি হাতে বা পকেটে সহজে বহনযোগ্য। গ্রন্থকার শহিদ আল বোখারীর মতে, সংকলিত হাদিসগুলো পবিত্র বাণীর শাব্দিক অনুবাদ নয়, মর্মান্তর। সহজ সাবলীল এই মর্মান্তর পাঠকের অন্তরে সৃষ্টি করবে এক অভাবিত অনুরণন। বাণীর প্রাসঙ্গকিতায় শিহরণ জাগবে। দৈনন্দিন পাঠে বদলাবে জীবনের বাঁক। পাঠক পেতে পারেন পথের দিশা।

আসলে সফল সুখী জীবন সবারই চাই। সেজন্যে প্রয়োজন সঠিক জীবনাচার। আর সফল সুখী জীবনের উজ্জ্বল উদাহরণ হযরত মুহাম্মদ (সা.)। নবী জীবনাচারের নিত্যদিন শত হাদিস সবসময় থাকুক হাতের নাগালে। দৈনন্দিন জীবনে হাদিসের জ্ঞানগুলো অনুসরণ সহজ হোক সবার জন্যে। পুস্তিকার মূল্য রাখা হয়েছে ৫৫ টাকা। তবে এটি রমজানে পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম