Logo
Logo
×

ইসলাম ও জীবন

রমজানে যে আমলের সওয়াব হতে পারে ৫১ লাখ টাকার সমপরিমাণ!

Icon

রফিকুল আলম কাওছার

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম

রমজানে যে আমলের সওয়াব হতে পারে ৫১ লাখ টাকার সমপরিমাণ!

রমজান মাস ইবাদত ও দান-সদকার শ্রেষ্ঠ সময়। এই মাসে ছোট ছোট নেক আমলও বহুগুণ সওয়াব নিয়ে আসে। ইসলামিক বিশেষজ্ঞদের মতে, যদি কেউ রমজান মাসে প্রতিদিন মাত্র ১০০ টাকা করে দান করে, তবে এক মাসে সেই দানের সওয়াব ৫১ লাখ টাকার সমপরিমাণ হতে পারে!

কীভাবে সম্ভব?

হাদিস অনুসারে, প্রতিটি ভালো কাজের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। রমজান মাসে এই পুরস্কার আরও বেশি হতে পারে।

 ৩০ দিনে ১০০ টাকা করে দান করলে মোট: ৩০০০ টাকা

 আল্লাহ এই দানকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন

 ফলে ৩০ দিনের দানের সওয়াব হতে পারে ৩০ হাজার থেকে ২১ লাখ টাকা

এছাড়া, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর। কুরআনে বলা হয়েছে, এই রাতের ইবাদত ১০০০ মাস (৮৩ বছর ৪ মাস) ইবাদতের সমান (সূরা আল-কদর ৯৭:৩)।

লাইলাতুল কদরে ১০০ টাকা দান করলে: ৩০ লাখ টাকার সমপরিমাণ সওয়াব

মোট সওয়াবের হিসাব:

৩০ দিনের দান: সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ২১ লাখ টাকা

লাইলাতুল কদরের দান: ৩০ লাখ টাকা

সর্বমোট সম্ভাব্য সওয়াব: ৫১ লাখ টাকা!

হাদিসের আলোকে দানের গুরুত্ব

রাসুলুল্লাহ (সা.) বলেন: মানব সন্তানের প্রতিটি সৎকাজের সওয়াব দশগুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, ‘কিন্তু রোজা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য, এবং আমি নিজে এর প্রতিদান দেব। (সহিহ মুসলিম ১১৫১)

রমজানে দান করা রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম বড় আমল ছিল।

ইবনে আব্বাস (রা.) বলেন: নবী (সা.) ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। (সহিহ বুখারি ৬)

রমজান মাসে প্রতিদিন মাত্র ১০০ টাকা দান করলে এক মাসে ৫১ লাখ টাকার সমপরিমাণ সওয়াব পাওয়া সম্ভব। এটি দুনিয়া ও আখিরাতের জন্য বিরাট বিনিয়োগ। তাই আজ থেকেই দান করা শুরু করা যেতে পারে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করা উচিত।

আপনার ১০০ টাকার দান বদলে দিতে পারে আপনার তাকদির!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম