
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম
মসজিদের মাইকে মৃত্যু সংবাদ বা ঘোষণা প্রচার করা যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

আরও পড়ুন
প্রশ্ন: আমাদের মসজিদের মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা হয়, জানাজার জন্য ডাকা এবং কারো কোনো ছাগল/গরু হারিয়ে গেলে এর ঘোষণাও মসজিদের মাইকে দেওয়া হয়। জানতে চাই, এসব কাজ বৈধ কি না?
উত্তর: মসজিদের মাইক আপনস্থানে রেখে (মাইক মসজিদের ভেতরে হোক বা বাইরে) এতে কারো জানাজার ঘোষণা করা নাজায়েজ নয়। তদ্রূপ এই এলানও মসজিদে করা বৈধ।
আর মসজিদের বাইরে পাওয়া বা হারিয়ে যাওয়া বস্তুর এলান মসজিদে এসে করা বৈধ নয়। হাদিস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। মসজিদের বাইরে হারানো বা পাওয়া বস্তুর এলানের জন্য মসজিদের মাইক ব্যবহার করাও বৈধ নয়।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস : ৫৬৮; উমদাতুল কারী ৮/১৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৯; মাআরিফুস সুনান ৩/৩১৩; ফাতহুল কাদীর ৫/৩৫২; বেনায়াহ ৯/৪৬৫; রদ্দুল মুহতার ১/৬৬০