Logo
Logo
×

ইসলাম ও জীবন

নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি কে হবেন?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম

নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি কে হবেন?

প্রশ্ন: জান্নাতে প্রবেশকারী প্রথম নারী কে হবেন? একজন কাঠুরিয়ার বিবি নাকি প্রথম জান্নাতি নারী হবেন। এটা কি ঠিক?

উত্তর: সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী আমাদের প্রিয় রাসুল মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুসংখ্যক হাদিসে এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

এ বিষয়ে রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় টোকা দেব।’ অন্য হাদিসে তিনি বলেন, ‘আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলব। তখন দারোয়ান বলবে, কে তুমি? আমি বলব, মুহাম্মদ। তখন সে বলবে, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি।’ (মুসলিম)

নারীদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতী হবেন? এই বিষয়ে কোন সহিহ বর্ণনা আমাদের জানা নেই।  বিভিন্ন হাদিসে জান্নাতে নারীদের নেত্রী কারা হবেন, তাঁদের বর্ণনা এসেছে। রাসুল (সা.) বলেছেন, ‘জান্নাতের নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান, ফাতেমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া।’ (তাবরানি, হাদিস: ৪১৫/১১) 

আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) জমিনে চারটি রেখা টানেন। অতঃপর বলেন, তোমরা কি জানো, এগুলো কী? সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রাসুল ভালো জানেন। তিনি বলেন, ‘জান্নাতবাসীর মধ্যে সর্বোত্তম নারী হলো খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.), ফাতেমা বিনতে মুহাম্মদ (রা.), মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিম।’ (মুসতাদরাক হাকিম, হাদিস: ২৯০৩)

মুস্তাদরাক হাকিমে কয়েকটি বর্ণনা রয়েছে যে, নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীনি হজরত ফাতিমা বিনতে মুহাম্মাদ।

এই বর্ণনাগুলোর উপরে ইমাম যাহাবী রহিমাহুল্লাহ আপত্তি উত্থাপন করে বলেছেন, সনদের দিক থেকে এ রিওয়ায়াতগুলো মুনকার।

সুতরাং একজন কাঠুরিয়ার বিবি সর্বপ্রথম জান্নাতি নারী হবে এই বর্ণনার কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম