Logo
Logo
×

ইসলাম ও জীবন

টান সমিতির লটারি কি জায়েজ?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

টান সমিতির লটারি কি জায়েজ?

প্রশ্ন: আমার অফিসের ৯ জন আমরা প্রতি মাসে ১ জন ৫০০০ টাকা করে জমা দেই আর যে কোন একজনকে ৪৫০০০ টাকা লটারি করে দিয়ে দেই। আমার জানার বিষয় হচ্ছে এই পদ্ধতি কি হালাল?

উত্তর: প্রশ্নোক্ত পদ্ধতি নিষিদ্ধ লটারির অন্তর্ভুক্ত নয়। কারণ এখানে আপনারা প্রত্যেকেই সমান টাকা জমা দিচ্ছেন এবং প্রত্যেকেই তার জমাকৃত পূর্ণ টাকা ফেরত পাচ্ছে। কেউ কম-বেশি পাচ্ছে না বা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। 

এক্ষেত্রে লটারি দ্বারা শুধু কাকে আগে ঋণ দেওয়া হবে এটা চিহ্নিত করা উদ্দেশ্য- তাই এই লটারি জায়েজ। (ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫)

তবে টাকাগুলো যে দু-চার দিন আপনার কাছে থাকে, ওই সময় যদি তা নিজ কাজে লাগাতে চান তাহলে সদস্যদের অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে তা খরচ করা যাবে না। 

আর একথাও মনে রাখতে হবে যে, যদি এভাবে নিজ কাজে লাগানোর পর টাকার কোনো ক্ষতি হয় তাহলে এর দায়ভার সম্পূর্ণরূপে আপনাকে বহন করতে হবে।

সূত্র: হাশিয়াতুল ক্বালয়ূবী আলা শরহিল মিনহাজ ২/৩২১; মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যা ২৭/৩৪৯-৩৫০; ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম