Logo
Logo
×

ইসলাম ও জীবন

টাখনুর নিচে কাপড় রেখে নামাজ পড়লে আদায় হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

টাখনুর নিচে কাপড় রেখে নামাজ পড়লে আদায় হবে?

প্রশ্ন: প্যান্ট, পায়জামা, টাখনুর নিচে রেখে নামাজ আদায় করলে কি আদায় হবে? 

উত্তর: প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহ। হাদিস শরীফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। 

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— ‘লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।’ (সহিহ বুখারি, হাদিস ৫৭৮৭)

আর নামাজে এটি অধিকতর অন্যায় কাজ। 

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত— তিনি এক বেদুঈনকে দেখলেন যে, সে তার  লুঙ্গি (টাখনু গিরার নীচে) ঝুলিয়ে নামাজ আদায় করছে। তিনি বললেন, যে ব্যক্তি নামাজে লুঙ্গি (কাপড় টাখনু গিরার নীচে) ঝুলিয়ে রাখে, সে যেন আল্লাহর হালাল-হারামের সীমারেখার কোনো তোয়াক্কা করল না। (আলমুজামুল কাবীর, তবারানী, বর্ণনা ৯৩৬৮)

তাই সাধারণ অবস্থায় এবং বিশেষভাবে নামাজ অবস্থায় টাখনু ঢেকে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা পরা থেকে বিরত থাকা অপরিহার্য। অবশ্য কাজটি অন্যায় হলেও নামাজ আদায় হয়ে যাবে। এ কারণে নামায ফাসেদ বা নষ্ট হবে না।

টাখনু বা গোড়ালির নিচে কাপড় পরার শাস্তি: 

পৃথিবীতে যারা অহংকার প্রকাশের জন্য গোড়ালির নিচে কাপড় পরবেন, পরকালে তাদের সঙ্গে আল্লাহ শুধু কথা বলবেন না বা তাদের পবিত্র করবেন না, এমনটা নয়। বরং তাদের টাখনুর নিচের আবৃত অংশ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। 

হযরত মুহাম্মদ (সা.) টাখনুর নিচে কাপড় পরা ব্যক্তির ব্যাপারে আরও জানিয়েছেন, আল্লাহ তাআলা টাখনুর নিচে কাপড় পরা ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না। 

সূত্র: আরিযাতুল আহওয়াযী ৭/২৩৭; শরহু সুনানি আবি দাউদ, আইনী ২/৩০০; ফয়যুল বারী ৪/৩৭৩; শরহু শিরআতিল ইসলাম, পৃ. ১১৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৭৭

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম