কুরআনের নির্যাস সুরা ফাতিহা, উচ্চারণ অর্থ ও ফজিলত
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৪২ পিএম
সুরা ফাতিহা পবিত্র কুরআনুল কারিমের প্রথম সুরা। সুরাটি কুরআনের নির্যাস। কুরআনের বাকি ১১৩টি সুরা আসলে সুরা ফাতিহারই ব্যাখ্যা। পুরো কুরআনে মূলত তিনটি বিষয় আলোচনা করা হয়েছে।
আল্লাহতায়ালার পরিচয়, আল্লাহপাকের সঙ্গে মানুষের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য মানুষের করণীয় ও বর্জনীয়। সুরা ফাতিহায় এ তিনটি বিষয় খুব চমৎকারভাবে বলে দেওয়া হয়েছে।
হজরত আবু হুরাইরা (রা.) বলেন, রাসুল (সা.) একদিন উবাই ইবনে কাবকে (রা.) জিজ্ঞেস করলেন, তুমি কীভাবে নামাজে কুরআন পড়?
তিনি সুরা ফাতিহা পড়ে শুনালেন। তখন রাসুল (সা.) বললেন, কসম সেই আল্লাহর, যার হাতে আমার জীবন, সুরা ফাতিহার মতো কোনো সুরা না তওরাতে নাজিল হয়েছে, না ইঞ্জিলে, না জাবুরে আর না কুরআনে নাজিল হয়েছে।’ (সুনানে তিরমিজি, হাদিস ২৮৭৫; মিশকাত, হাদিস ২১৪২)।
হজরত আবদুল মালেক ইবনে ওমায়ের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুরা ফাতিহা সব রোগের মহাওষুধ।’- (সুনানে দারেমি, হাদিস ৩৪১৩; মিশকাত, হাদিস ২১৭০)।
মিশকাত শরিফের ব্যাখ্যাকার মোল্লা আলী কারী (রহ.) মিরকাতুল মাফাতিহে বলেন, ‘সুরা ফাতিহার অক্ষর, শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ চাই দ্বীনি হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এ সুরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে।’
সুরা ফাতহে মুমিনদের যে সুসংবাদ দেওয়া হয়েছে
হজরত আবু সাঈদ ইবনে মুআল্লা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.)-এর কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে?
তারা উত্তর দিলেন, হ্যাঁ, আছে। তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হল। এ ছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম। তখন একজন সাহাবি উম্মুল কুরআন অর্থাৎ সুরা ফাতিহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল।
সাহাবিরা খাওয়া-দাওয়া করে নবী করিম (সা.)-এর কাছে বকরিসহ ফিরে এলেন। তারা রাসুল (সা.)-এর কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হল কি না। নবী (সা.) শুনে মুচকি হাসলেন এবং বললেন, তোমরা কীভাবে জানলে যে, সুরা ফাতিহায় শেফা রয়েছে। ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও একটি অংশ রেখে দিও।’ (বুখারি, হাদিস ৫০০৬।)
সুরা ফাতিহা যে কোনো রোগের জন্য ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে চিকিৎসা বিজ্ঞানের পরামর্শগুলো মেনে চলার পাশাপাশি আমরা সুরা ফাতিহার আমলও করতে পারি।
সুরা ফাতিহার আরবি ও বাংলা উচ্চারণ:
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন
الرَّحْمَٰنِ الرَّحِيمِ আর রাহমানির রাহিম
مَالِكِ يَوْمِ الدِّينِ মালিকি ইয়াওমিদ্দিন
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন
সুরা ফাতিহার অর্থ:
১.সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই।
২.যিনি পরম করুণাময়, পরম দয়াময়;
৩.বিচার দিনের মালিক।
৪.আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি;
৫.তুমি আমাদের চালিত করো সঠিক পথে,
৬.তাদের পথে, যাদের তুমি অনুগ্রহ দান করেছ,
৭.যারা (তোমার) রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি।
নামাজে অন্য চিন্তা এলে মনোযোগ ফেরাবেন যেভাবে