Logo
Logo
×

ইসলাম ও জীবন

ব্যান্ডেজ পরিবর্তন করলে কি ওজু ভেঙ্গে যায়?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৪৬ পিএম

ব্যান্ডেজ পরিবর্তন করলে কি ওজু ভেঙ্গে যায়?

প্রশ্ন: আমি একজন রাজমিস্ত্রি। কয়েকদিন আগে নির্মাণ কাজ করার সময় ইটের চাপ লেগে আমার বাম হাতে গুরুতর জখম হয়। ডাক্তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছেন। আমি ব্যান্ডেজের উপর মাসেহ করে নামাজ পড়ি। তবে ডাক্তার বলেছেন, এক সপ্তাহ পর থেকে দিনে দুইবার ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগাতে হবে। জানার বিষয় হল, ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগালে কি ওজু নষ্ট হয়ে যাবে?

উত্তর: ব্যান্ডেজের উপর মাসেহ করার পর তা খুলে নতুন ব্যান্ডেজ লাগানোর কারণে ওজু বা মাসেহ নষ্ট হয় না। অবশ্য এই নতুন ব্যান্ডেজের উপর মাসেহ করে নেওয়া উত্তম। 

তবে যদি ড্রেসিং করার সময় ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বা পুঁজ বের হয় তাহলে ওজু ভেঙে যাবে। আর ক্ষত ভালো হওয়ার পর ব্যান্ডেজ খোলা হলে মাসেহ বাতিল হয়ে যায়। কিন্তু ওজু নষ্ট হয় না। এক্ষেত্রে শুধু মাসেহের স্থান ধুয়ে নিলেই পূর্বের ওজু বহাল থাকবে।

সূত্র: মাবসূত, সারাখসী ১/৭৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৪২; বাদায়েউস সানায়ে ১/৯১; তাবয়ীনুল হাকায়েক ১/১৫৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৪

জাকাতের নিয়তে বকেয়া টাকা মাফ করে দিলে আদায় হবে?

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম