Logo
Logo
×

ইসলাম ও জীবন

নির্ধারিত দিনে কুরবানি করতে না পারলে করণীয় কী?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:৪১ পিএম

নির্ধারিত দিনে কুরবানি করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন: এক ব্যক্তি কুরবানির পশু ক্রয়ের পর ১২ যিলহজের মধ্যে তা কুরবানি করতে পারেনি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কুরবানির সময় শেষ হয়ে যায় তখন তার কী করণীয়?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তি ক্রয়কৃত পশুটি জীবিত সদকা করে দিবে। আর কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি সে কুরবানির পশু ক্রয় না করে এবং কুরবানিও না করে থাকে তাহলে তার উপর কুরবানীর যোগ্য একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। 

আর উভয় ক্ষেত্রেই যথাসময়ে কুরবানি না করার কারণে তাওবা-ইস্তিগফার  করবে।

জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট তিন দিন কুরবানির সময়। তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কুরবানি করা। এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন। 

ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪২৩; রদ্দুল মুহতার ৬/৩২১; তুহফাতুল ফুকাহা ৩/৮৩; বাদায়েউস সানায়ে ৪/২০২
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম