Logo
Logo
×

ইসলাম ও জীবন

পিরিয়ডকালে নারীদের কি তাকবিরে তাশরিক পড়তে হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৪:০৭ পিএম

পিরিয়ডকালে নারীদের কি তাকবিরে তাশরিক পড়তে হবে?

জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ ও নারীর ওপর প্রতি ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।  নামাজ শেষে পুরুষরা উচুঁ আওয়াজে তাকবির বলবে আর নারীরা নিচু আওয়াজে। 

পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর আল্লাহকে স্মরণ কর নির্দিষ্ট দিনসমূহে। অতঃপর যে তাড়াহুড়া করে দু’দিনে চলে আসবে, তার কোন পাপ নেই। আর যে বিলম্ব করবে, তারও কোন অপরাধ নেই। (এ বিধান) তার জন্য, যে তাকওয়া অবলম্বন করেছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখ, নিশ্চয় তোমাদেরকে তাঁরই কাছে সমবেত করা হবে। (সুরা বাকারা, আয়াত ২০৩)

তাকবিরে তাশরিক হচ্ছে- 

الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد

(আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু)

নারীরা এই তাকবিরে তাশরিকটি নিচু স্বরে আদায় করবেন। উচ্চস্বরে নয়। (রদ্দুল মুহতার ২/১৭৯; হাশিয়া তাহতাবী ১/৩৫৭; হিন্দিয়া ১/১৫২)

মাসিকের সময় যেহেতু নারীদের নামাজ নেই তাই এ সময় তাদেরকে তাকবিরে তাশরিক পড়তে হবে না। তাকবিরে তাশরিকটা মূলত নামাজের সঙ্গে সম্পৃক্ত।  আলবাহরুর রায়েক ২/১৬৫; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২৯৪। 

তবে মাসিক অবস্থায় সাধারণ দোয়া ও জিকির করা যেমন নারীদের জন্য বৈধ থাকে, এ সময় নারীরা তাকবিরে তাশরিকও পাঠ করতে পারবেন। অন্যান্য জিকিরও করতে পারবেন। 

ঈদের তিন দিন কোন সময় পর্যন্ত কুরবানি করা যাবে

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম