Logo
Logo
×

ইসলাম ও জীবন

সোফা, লেপ, কম্বল পবিত্র করবেন যেভাবে

Icon

ফরিদ বিন মাজিদ

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:১৩ পিএম

সোফা, লেপ, কম্বল পবিত্র করবেন যেভাবে

প্রশ্ন: সোফা, লেপ, তোশক ইত্যাদি যেসব জিনিষ ধোয়ার পর চিপে নেওয়া যায় না তা পবিত্র করার বিধান কি? 

উত্তর: যেসব জিনিস ধোয়ার পর চিপে নেওয়া যায় না যেমন সোফা, তোষক ইত্যাদি এগুলোর মধ্যে যদি নাপাক (যেমন প্রস্রাব) শোষিত হয়ে যায়, তাহলে সেগুলোকে পবিত্র করার উপায় হল, নাপাক লাগার স্থানকে তিনবার ধুয়ে ফেলা।

প্রথমবার ধুয়ে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করা যতক্ষণ পানি ফোটা-ফোটা পড়া বন্ধ না হয়। এভাবে দ্বিতীয়বার ও তৃতীয়বার ধোয়ার পর যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে, তখন সেগুলো পবিত্র হয়ে যাবে, শুকানোর জন্য অপেক্ষা করা আবশ্যক নয়, তবে ধৌত করা আবশ্যক ৷

ধোয়া ছাড়া শুধুমাত্র একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে সোফা ও গদি ইত্যাদি পবিত্র হবে না। এমনকি যদি পানি দ্বারা ধৌত করা সোফা বা তোশকের জন্য ক্ষতিকারক হয় তাহলে এমন কোন তরল বা রাসায়নিক পদার্থ দ্বারা ধুয়ে নিতে হবে যেটা আবশ্যিকভাবে নাপাকি দুর করবে।  (যেমন ড্রাই ক্লিনার ইত্যাদি) তাহলে সোফা, গদি ইত্যাদি পবিত্র হয়ে যাবে ৷

আর যে সব জিনিষ চিপানো যায় সেগুলো ধৌত করার পর চিপে নিতে হবে ৷

সূত্র: ফতোয়া শামি, ৩৩২/১, ফাতাওয়া হিন্দিয়া, ৪২/১
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম