Logo
Logo
×

ইসলাম ও জীবন

গোসল ফরজ অবস্থায় মারা গেলে যা করতে হবে

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১১:০৬ পিএম

গোসল ফরজ অবস্থায় মারা গেলে যা করতে হবে

প্রশ্ন: কয়েকদিন আগে গোসল ফরজ থাকা অবস্থায় এক লোক মারা যান।  এলাকার এক মুরুব্বির কথা অনুযায়ী তাকে দুইবার গোসল দেওয়া হয়।  জানতে চাই, গোসল ফরজ থাকা অবস্থায় কেউ মারা গেলে কি তাকে দুইবার গোসল দেওয়া জরুরি?

উত্তর: গোসল ফরজ থাকা অবস্থায় কেউ মারা গেলে তাকে দুইবার গোসল দেওয়ার নিয়ম নেই। বরং অন্যান্য মৃত ব্যক্তিদের মত সুন্নাহসম্মত পন্থায় একবার গোসল দেওয়াই নিয়ম। 

আতা (রহ.) বলেন- গোসল ফরজ অবস্থায় কেউ মারা গেলে বা ঋতুমতী নারী মারা গেলে  (গোসলের ক্ষেত্রে) তাদের বিধান অন্যান্য মৃতের মতোই (অর্থাৎ তাদেরকে একবারই গোসল দিতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১১২৬)

সুতরাং উক্ত মৃতকে দ্বিতীয়বার গোসল দেওয়া ঠিক হয়নি।

সূত্র: আলআওসাত, ইবনুল মুনযির ৫/৩৬১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৬৬; মিনহাতুল খালিক ২/১৭১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ.  ৩১১;  আলমাজমূ শরহুল মুহাযযাব, নববী ৫/১২৩

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম