Logo
Logo
×

ইসলাম ও জীবন

হজের জন্য টাকা জমালে জাকাত আসবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৭:০৪ পিএম

হজের জন্য টাকা জমালে জাকাত আসবে?

প্রশ্ন: আমার ওপর হজ ফরজ। যাব যাব করে এখনো যাওয়া হয়নি। হজের উদ্দেশ্যে পাঁচ লাখ টাকা আড়াই বছর যাবৎ ব্যাংকে জমা আছে। তো এই টাকার ওপরও কি প্রতি বছর জাকাত দিতে হবে?

উত্তর: কোনো ব্যক্তি যদি হজে যাওয়ার নিয়তে টাকা জমায়। কিন্তু কোনো কারণে যেতে দেরি হয় এবং এই টাকা এক বছরের বেশি সময় তার কাছে জমা থাকে তাহলে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতে, এই টাকার জাকাত দিতে হবে।

হজের উদ্দেশ্যে জমানো টাকার ওপরও প্রতি বছর জাকাত দিতে হবে। বিগত দুই বছরের জাকাত না দেওয়া হলে সেটাও আদায় করতে হবে। 

এক্ষেত্রে নিয়ম হল, পূর্বের বছরের জাকাত বাদ দিয়ে পরবর্তী বছরের জাকাতের হিসাব বের করা। অতএব প্রথম বছরের জাকাত পাঁচ লাখ টাকার ওপর ১২,৫০০/-, দ্বিতীয় বছরের জাকাত ৪,৮৭,৫০০/- টাকার ওপর ১২,১৮৭.৫/- ও চলতি বছরের জাকাত ৪,৭৫,৩১২.৫/- টাকার ওপর ১১,৮৮২.৮১/- টাকা আদায় করতে হবে।

আর যত দ্রুত সম্ভব হজ আদায় করে নিতে হবে। কেননা বিনা ওজরে হজ আদায়ে বিলম্ব করা গুনাহ।

সূত্র: ফাতাওয়া খানিয়া ১/২৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; ফাতহুল কাদীর ২/১১৮; আলবাহরুর রায়েক ২/২০৪; আদ্দুররুল মুখতার ২/২৫৯-২৬১,
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম