Logo
Logo
×

ইসলাম ও জীবন

রোজা রেখে নাকে ড্রপ-স্প্রে দেওয়া যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০১:৫৮ পিএম

রোজা রেখে নাকে ড্রপ-স্প্রে দেওয়া যাবে?

রোজা অবস্থায় নাকে ড্রপ (Nasal Drop) বা স্প্রে (Nasal Spray) ব্যবহার করা উচিত নয়। কারণ নাক থেকে গলা ও পাকস্থলী পর্যন্ত সরাসরি ছিদ্রপথ রয়েছে। 

এ জন্য মুখের মাধ্যমে খাদ্যগ্রহণ করা সম্ভব না হলে নাকে রাইস টিউব ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে রোগীকে খাবার খাওয়ানো হয়। তাই নাকে ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করলে তা সরাসরি গলায় বা পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে। 

আর রোজা অবস্থায় কোনো কিছু গলা পর্যন্ত বা পাকস্থলীতে চলে গেলে রোজা নষ্ট হয়ে যায়। এ বিষয়ে চার মাযহাবের ইমামরা একমত। 

সুতরাং রোজা অবস্থায় নাকে ড্রপ বা তেল ব্যবহার না করাই উচিত। 

তথ্যসূত্র: বায়হাকি শরিফ, হাদিস নং-৮৫১২, ফাতহুল বারি, খণ্ড-৫, পৃষ্ঠা-২০৭, ফাতওয়ায়ে কাজিখান, খণ্ড-১, পৃষ্ঠা-২১০, জাদিদ ফেকহি মাসায়েল, খণ্ড-১, পৃষ্ঠা-১৮৭

আরও পড়ুন: জাকাতের টাকা ফিলিস্তিনিদের জন্য দেওয়া যাবে কী?

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম