Logo
Logo
×

ইসলাম ও জীবন

রোজাদারদের যে বদঅভ্যাস ছাড়তে বললেন মাওলানা তারিক জামিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:০৭ পিএম

রোজাদারদের যে বদঅভ্যাস ছাড়তে বললেন মাওলানা তারিক জামিল

আত্মশুদ্ধির মাস রমজানে আল্লাহ তায়ালার ক্ষমা লাভের জন্য বিশেষ একটি বদঅভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম, ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল।

মাওলানা তারিক জামিল বলেছেন, রমজান অনেক বরকতময় মাস। আমাদের অন্তর হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতায় ভরা। রমজানের বরকত পেতে নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখুন। 

এক ভিডিও বার্তায় রোজাদারদের এ বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা সবাই চাই আল্লাহ তায়ালা আমাদের মাফ করে দিক। নিজেকে বিদ্বেষমুক্ত রাখলে আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে দেবেন। 

এ প্রসঙ্গে উহুদ যুদ্ধে নবী (সা.)-এর চাচা হজরত হামজা (রা.)-এর শহিদ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নবীজির চাচা হামজা (রা.)-এর হত্যাকারী ওয়াহসিকে আল্লাহর রাসূল (সা.) পছন্দ করতেন না। কিন্তু তিনি নিজেকে বিদ্বেষমুক্ত করায় আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাকে ইমানের দৌলত দান করেন। তিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

মাওলানা তারিক জামিল বলেন, এ মাসেও যে নিজেকে হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত রাখতে পারবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম