মুসলিম ভাইদের সহায়তা করতে হবে ইসলামী নির্দেশনা মেনে: মসজিদে নববীর ইমাম
মাসুদ করিম, মদীনা (সৌদি আরব) থেকে
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম
মসজিদে নববীর ইমাম শায়েখ আহমদ বিন আলী আল-হুযাইফা বলেছেন, মুসলমানদেরকে তার মুসলিম ভাইদের সহায়তা কিংবা সমর্থন করার ভূমিকা রয়েছে। কিন্তু সেটা করতে হবে সম্পূর্ণ ইসলামী নির্দেশিকা মেনে।
সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর করণীয় কী- এই প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। মসজিদে নববীর ইমাম আরও বলেন, একই সঙ্গে এটা হতে হবে সংশ্লিষ্ট দেশগুলোর মুসলিম শাসকদের পরামর্শ মোতাবেক। কারণ এটা পররাষ্ট্রবিষয়ক ইস্যু।
তিনি বলেন, মুসলমান হিসাবে দায়িত্ব হলো অন্য মুসলমানের জন্য দোয়ার মাধ্যমে তার কর্তব্য পালন করা। ভালো কাজের জন্য দরজা অবশ্যই খোলা। কিন্তু সেটা হতে হবে ইসলামী নির্দেশিকা মেনে। কারও যা ইচ্ছা কিংবা যেভাবে ইচ্ছা সেভাবে করা উচিত নয়।
সৌদি রাজকীয় সরকারের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করছে। প্রতিনিধি দলে ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।