শবেবরাতে হালুয়া-রুটি বা বিশেষ খাবারের আয়োজন করা যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ পিএম
শবেবরাত উপলক্ষে বিভিন্ন মসজিদ ও দোকানপাটে আলোকসজ্জা করা হয়, পটকা ফুটানো হয় ও আতশবাজি করা হয়। সেই সঙ্গে হালুয়া-রুটি, খিচুড়ি ইত্যাদি খাবারের আয়োজন করা হয়।
এগুলো কিছু ভুল রেওয়াজ, যা পরিহার করা আবশ্যক। আলোকসজ্জা বা আতশবাজিতে অপচয়ের পাশাপাশি বিজাতীয় সংস্কৃতির অনুসরণও রয়েছে। তাই তা সর্বোতভাবে পরিত্যাজ্য।
আর হালুয়া-রুটি বা অন্য কোনো খাদ্যদ্রব্য বানানো,আত্মীয়স্বজনের মাঝে বিতরণ করা তদ্রুপ খিচুড়ি রান্না করা এবং গরিব-মিসকিনদের মাঝে বণ্টন করা সাধারণ অবস্থায় জায়েজ ও ভালো কাজ হলেও এটাকে এ রাতের বিশেষ আমল মনে করা এবং এসবের পেছনে পড়ে এ রাতের মূল কাজ তওবা-ইস্তেগফার, নফল ইবাদত ইত্যাদি থেকে বঞ্চিত হওয়া শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই নয়।
মূল কথা এই যে, এই রাত উৎসবের রাত নয়, ইবাদত-বন্দেগি ও তওবা-ইস্তেগফারের রাত। তাই রসম-রেওয়াজের অনুগামী হয়ে এ রাতে উপরোক্ত কাজকর্মে লিপ্ত হওয়া নিজেকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া আর কিছুই নয়।
এমনিতে হালুয়া-রুটি বা বিশেষ কিছু খাওয়া গুনাহ নয়। তবে এগুলোকে শবেবরাতের আমল বা অপরিহার্য মনে করা ঠিক নয়।
ইকতিযাউস সিরাতিল মুসতাকীম ২/৬৩২; আলমাদখাল লি ইবনিল হাজ্ব ১/২৯৯ ও ১/৩০৬, ৩০৭; তানকীহুল হামীদিয়াহ ২/৩৫৯; ইমদাদুল ফাতাওয়া ৫/২৮৯