Logo
Logo
×

ইসলাম ও জীবন

আফগান তাবলিগ জামাত এখন বিশ্ব ইজতেমায়

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম

আফগান তাবলিগ জামাত এখন বিশ্ব ইজতেমায়

বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তানের একটি তাবলিগ জামাত। রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানান তাবলিগের জিম্মাদার মুফতি মুআজ বিন নুর, কাকরাইলের ইমাম মাওলানা আনাস বিন মুজাম্মিল হক, সৈয়দ আনোয়ার আবদুল্লাহসহ ঢাকার সাথীরা।

এখন জামাতটি তাবলিগের কেন্দ্রীয় মারকাজ কাকরাইল মসজিদে অবস্থান করছে। রোববার সন্ধ্যায় কাকরাইল মসজিদে তাদের স্বাগত জানান তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, খান শাহাবুদ্দিন মুহাম্মদ নাসিম, মাওলানা মনির বিন ইউসুফ, মাওলানা শেখ আব্দুল্লাম মনসুর কাসেমী প্রমূখ।

জানা যায়, ৪২ জনের এ জামাতে বর্তমান আফগান সরকারে সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা রয়েছেন। বিদেশি এ জামাতের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের তাবলিগের আমির কারি মুহাম্মদ আগাহ খান। ধারণা করা হচ্ছে ইজতেমার আগে আরো বেশ কিছু আফগান জামাত বাংলাদেশে আসবে। 

গত তিন বছর থেকে আফগানিস্তানের নানান প্রাদেশিকইজতেমায় বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরুব্বি আলেমরা নিয়মিত অংশ নিচ্ছেন। 

কাকরাইলের মুরব্বিরা বলছেন, আফগানিস্তানের তাবলিগি সাথীদের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা আরো মর্যাদাপূর্ণ হয়ে ওঠবে।
আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে ৩ দিনের দ্বিতীয় পর্ব। 

আয়োজকরা জানান, ইজতেমার প্রথম পর্বে প্রায় ১২ হাজার বিদেশি অতিথি যোগ দেয়ার কথা রয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম