ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
তাহাজ্জুদের নামাজ কমপক্ষে কত রাকাত পড়তে হয়?
আবু হানিফ, খিলগাঁও, ঢাকা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রশ্ন : কমপক্ষে কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হয়? এবং কত রাকাত করে নিয়ত করতে হয়? দুরাকাত নাকি চার রাকাত?
উত্তর : রাসূল (সা.) কখনো তাহাজ্জুদ নামাজ চার রাকাত পড়তেন, কখনো ছয় রাকাত পড়তেন। কখনো আট রাকাত পড়তেন। কখনো দশ রাকাত পড়তেন। সুতরাং, তাহাজ্জুদের নামাজ ১০ রাকাত পর্যন্ত পড়া রাসূল (সা.) থেকে আমরা সহিহ হাদিসে পাই। এর চেয়ে বেশি পড়া যাবে না, এমন নয়।
যেহেতু এটি নফল নামাজ, তাই যত বেশি পড়া যায়, ততই সওয়াব। তাই ইচ্ছামতো পড়া যায়। সেই সঙ্গে চার রাকাতের কম পড়লে তা তাহাজ্জুদ হবে না, বিষয়টি এমনও নয়। তাই দুই রাকাত পড়লেও তা তাহাজ্জুদ নামাজ হিসাবেই গণ্য হবে। সময় কম থাকলে দুই রাকাত পড়ে নিলেও তাহাজ্জুদ নামাজ পড়া হয়েছে বলে ধর্তব্য হবে।
রাতে এবং দিনে নফল নামাজের নিয়ত চার রাকাত করেও করা যায়। এমনিভাবে দুই রাকাত করেও নিয়ত করা যায়, কোনো সমস্যা নেই। তাই তাহাজ্জুদের নামাজ ২ রাকাত অথবা ৪ রাকাতের নিয়ত করে পড়তে পারেন। {ফাতওয়ায়ে শামী-২/৪৫৫, তাবয়ীনুল হাকায়েক-১/১৭২, আল বাহরুর রায়েক-২/৫৩, ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১/২৮৭}।