Logo
Logo
×

ইসলাম ও জীবন

‘কবুল’ শব্দ উচ্চারণ না করলে কি বিয়ে শুদ্ধ হয় না?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

‘কবুল’ শব্দ উচ্চারণ না করলে কি বিয়ে শুদ্ধ হয় না?

কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ইজাব পেশ করার পর পাত্র যদি ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিবাহ সহিহ হবে না। এ ধারণা ঠিক নয়। 

আসল বিষয় হল সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ সহিহ হবে।

সুতরাং ‘কবুল’ শব্দই উচ্চারণ করতে হবে- এ ধারণা ভুল।

সূত্র: মাসিক আলকাউসার» জুমাদাল উলা ১৪৩৭
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম