Logo
Logo
×

ইসলাম ও জীবন

নবীজির নামে কুরবানি দিলে সেই গোশত খাওয়া যাবে?

Icon

মুফতি সাদেকুর রহমান

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৬:১৮ পিএম

নবীজির নামে কুরবানি দিলে সেই গোশত খাওয়া যাবে?

প্রশ্ন: অনেকে আছেন কুরবানির ৭ ভাগের ১ ভাগ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে থাকেন। এ সংক্রান্ত কয়েকটি বিষয়ে জানতে চাই-

১. কুরবানির একটি পশুকে ছয়জন মিলে কিনে সপ্তমাংশ রাসুলের (সা.) নামে কুরবানি করা যাবে কি? 

২. সপ্তমাংশের টাকা সবাই মিলে দেবে নাকি একজন দিতে হবে?

৩. ওই অংশের গোশতের হুকুম কি? নিজেরা খাবে নাকি অন্য কাউকে খাওয়াবে?

উত্তর: ১. হ্যাঁ, সপ্তমাংশ রাসুলের (সা.) নামে কুরবানি দেওয়া যাবে।
            
২. সপ্তমাংশের টাকা চাইলে সবাই মিলে দিতে পারবে অথবা একজনে দেবে। কুরবানির এই অংশের মালিকানা কুরবানি দাতারই থাকবে আর সওয়াব শুধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। 

৩. কুরবানি দাতা গোশত খেতে পারবে অন্যদেরও খাওয়াতে পারবে এবং দানও করতে পারবে।

সূত্র:  রদ্দুল মুহতার ৯/ ৫৩৯-৫৪০, আল ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫২, আল বাহরুর রায়েক ৯/৩২৫, ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৫৩, ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া-৬/৩২৭

উত্তর লিখনে: মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা।


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম