Logo
Logo
×

আন্তর্জাতিক

অভিবাসীদের ফেরত পাঠানোর আগে বিচার করলে ২০০ বছর লেগে যাবে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পিএম

অভিবাসীদের ফেরত পাঠানোর আগে বিচার করলে ২০০ বছর লেগে যাবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

অভিবাসীদের বহিষ্কার করার আগে সবাইকে বিচারের আওতায় আনতে গেলে ২০০ বছর সময় লেগে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ভেনেজুয়েলার থেকে আসা বহু অভিবাসীদেরকে বহিষ্কার করা হয়েছে। যাদের বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে বহু মানুষ আছেন, যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই। অর্থাৎ তারা দাগি নন।

কোন আইনে ডিপোর্ট বা বহিষ্কার 

সোমবার যুক্তরাষ্ট্রের আদালতকে আইনজীবী জানিয়েছিলেন, টেক্সাস থেকে যে ভেনেজুয়েলার নাগরিকদের বহিস্কার করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, তাদের ১৭৯৮ সালের যুদ্ধকালীন একটি আইনের আওতায় আনা হচ্ছে। এই আইন প্রয়োগ করা হলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পূর্ব কোনো অনুমোদন লাগে না।

ট্রাম্প প্রশআসনের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে মানবাধিকার সংগঠন সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের বক্তব্য, এই আইন প্রণয়ন করে ভেনেজুয়েলার প্রচুর নাগরিককে বহিস্কার করে দেওয়া হচ্ছে। আদালতে আবেদন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না তাদের।

এই পরিপ্রেক্ষিতে গত শনিবার সুপ্রিম কোর্ট ডিপোর্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হলে তাকে বিচারের সুযোগ দিতে হবে। প্রশাসন ডিপোর্ট করতে পারবে, কিন্তু তার আগে ওই ব্যক্তিকে বিচারের সুযোগ দিতে হবে।

সুপ্রিম কোর্টের এই বক্তব্যের প্রেক্ষিতেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সবাইকে ডিপোর্ট করার আগে বিচারের সুযোগ দিতে হলে ২০০ বছর সময় লেগে যাবে। এবং সে কারণেই ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প অভিবাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম