
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
-67fa2886627a3.jpg)
আরও পড়ুন
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেলারুশ সফরের সময় পাকিস্তান ও বেলারুশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, পরিবেশ সুরক্ষা সহ একাধিক খাতে সহযোগিতার লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এছাড়া বেলারুশে জাতি গঠনে অবদান রাখার লক্ষ্যে ১ লাখ ৫০ হাজার দক্ষ পাকিস্তানি কর্মী নিয়োগে সম্মত হয়েছে দেশটি।
প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দুই দেশের মন্ত্রীরা আগে স্বাক্ষরিত নথিগুলোর বিনিময় করেন।
প্রধান চুক্তিসমূহ:
- দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা এবং প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তি
- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি
- ২০২৫-২০২৭ সালের জন্য সামরিক-প্রযুক্তি সহযোগিতার রোডম্যাপ
- পরিবেশ সুরক্ষা, ডাক পরিষেবা, বাণিজ্য উন্নয়ন, ব্যবসায়িক সহায়তা ও বিভিন্ন শিল্প খাতে সহযোগিতা
- কৃষি, খাদ্য নিরাপত্তা, শিল্প ও বিদ্যুৎচালিত বাস তৈরির যৌথ প্রকল্পে সমঝোতা
দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ
প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে দুই পক্ষ বেলারুশে দেড় লাখ দক্ষ পাকিস্তানি কর্মী পাঠানোর বিষয়ে সম্মত হয়। শিগগিরই এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ডে প্রশিক্ষিত এবং জাতীয়ভাবে স্বীকৃত দক্ষ পাকিস্তানি কর্মীরা বেলারুশের জন্য একটি মূল্যবান সম্পদ হবে।’
বৈঠকে আলোচনার বিষয়বস্তু
- কৃষি খাতে যৌথ প্রকল্প, বিশেষ করে কৃষিযন্ত্রপাতি উৎপাদনে যৌথ উদ্যোগ
- বিদ্যুৎচালিত বাস তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা
- খনিজ সম্পদ খাতে বেলারুশের অভিজ্ঞতা থেকে পাকিস্তানের লাভবান হওয়ার সম্ভাবনা
- সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা
প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, বেলারুশ পাকিস্তানের সঙ্গে বহুমুখী সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এই সফরের মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি বাণিজ্য, প্রযুক্তি, শিল্প, ও কৃষি খাতে সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
লন্ডন সফর
বেলারুশ সফর শেষে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লন্ডন পৌঁছান। তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোববার বড় ভাই নওয়াজ শরিফের সঙ্গে দেখা করবেন। এরপর রাতেই তিনি পাকিস্তানে ফিরবেন এবং সোমবার ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সম্মেলনে অংশ নেবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বেলারুশ সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পাকিস্তান-বেলারুশ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।