
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম
পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তির প্রত্যাশা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম

ফাইল ছবি।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনও চুক্তি হতে পারে বলে আশা করছে সৌদি আরব। শুক্রবার (১১ এপ্রিল) রাতে সৌদি রাজপরিবারের একটি সূত্র ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএনকে এ তথ্য জানিয়েছে।
সূত্রের মতে, সৌদি আরব আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যেকোনো নতুন চুক্তি ‘তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে’-এমনকি পূর্ববর্তী পারমাণবিক চুক্তির চেয়েও বেশি।
সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময়ে সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন।
এটি পূর্ববর্তী জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান (জেসিপিওএ) এর শর্তাবলী থেকেও গুরুতর পদক্ষেপ হবে। পূর্ববর্তী এই চুক্তি ইরানের পারমাণবিক স্থাপনা এবং উৎপাদন সীমিত করেছিল।
জেসিপিওএ চুক্তি ২০১৫ সালে সম্পন্ন হয়। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এটি বাতিল করেন।
ইরানকে দমন করা
সৌদি সূত্রটি কেএএনকে জানিয়েছে, ‘ইরান যদি সত্যিই তাদের পারমাণবিক স্থাপনাগুলো খুলে দেয় এবং সেগুলো পূর্ণ তত্ত্বাবধানের অনুমতি দেয়, এবং সেই সঙ্গে এই অঞ্চলে তাদের শাখাগুলো ত্যাগ করে এবং আমরা যুদ্ধ এড়াতে পারি, তাহলে এটি একটি ভালো ফলাফল। ’
সূত্রটি জোর দিয়ে বলেছে, সৌদি আরব আশা করবে যে নতুন চুক্তিটি জেসিপিওএ- এর চেয়ে অনেক বেশি ইরানকে দমন করবে।
সূত্রটি বলছে, সৌদি আরব বর্ধিত স্থিতিশীলতা চায়। বর্তমানে, মনে হচ্ছে যেন পরিস্থিতি একটি দৃঢ় চুক্তি এবং যুদ্ধের মধ্যে ঝুলছে।