
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম
ভারত সফরে দুবাইয়ের যুবরাজ, মোদির সঙ্গে বৈঠক

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

আরও পড়ুন
প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান। মঙ্গলবার তিনি ভারতের দিল্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সফরের প্রথম দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবরাজ হামদান।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন যুবরাজ। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হবে দুই দেশের।
খালিজ টাইমস জানায়, দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ভারতে পৌঁছানোর পর দিল্লি বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানান ভারতের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তার সম্মানে বিমানবন্দরে একটি সাংস্কৃতিক পরিবেশনাও করা হয়।
দুবাইয়ের যুবরাজের দুই দিনের এই সফর শেষ হবে ৯ এপ্রিল।