
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম
ওয়াল স্ট্রিট থেকে ৭৫০ মিলিয়ন ডলার নিতে পারে হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ফেডারেল তহবিলের ওপর ক্রমবর্ধমান হুমকির মধ্যে ওয়াল স্ট্রিট থেকে ৭৫০ মিলিয়ন ডলার ধার নেওয়ার পরিকল্পনা করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এক প্রতিবেদনে এ মঙ্গলবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার বন্ড বিক্রয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হার্ভার্ডের একজন মুখপাত্র ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘বিভিন্ন আর্থিক পরিস্থিতির জন্য চলমান আকস্মিক পরিকল্পনার অংশ হিসেবে হার্ভার্ড তার একাডেমিক এবং গবেষণাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ মূল্যায়ন করছে। ’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তদন্ত বৃদ্ধি করেছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের কোটি কোটি ডলার ফেডারেল সহায়তা প্রত্যাহারের হুমকির ফলে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলো সম্ভাব্য তহবিল ক্ষতির জন্য প্রস্তুত হচ্ছে।
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কলম্বিয়া এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জন্য তহবিল স্থগিত করেছে। অন্যদিকে হার্ভার্ড ফেডারেল দাবির তালিকা মেনে না চললে অনুদান এবং চুক্তিতে ৯ বিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হতে পারে।
এ পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠান নগদ সংরক্ষণের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করেছে। হার্ভার্ডের ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, ব্যাংকগুলোর সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের ঘূর্ণায়মান ঋণ সুবিধা এবং ৩ বিলিয়ন ডলারের বাণিজ্যিক কাগজের ক্ষমতা রয়েছে।
মিউনিসিপ্যাল মার্কেট অ্যানালিটিক্সের ব্যবস্থাপনা পরিচালক লিসা ওয়াশবার্ন বলেন, ‘চরম অনিশ্চয়তার কারণে তাদের যে কোনও নগদ অর্থের যোগান দেওয়ার জন্য এটি একটি কৌশলগত এবং অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। ’
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ও করযোগ্য বন্ড বিক্রির কথা বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়টি গত সপ্তাহে ঘোষণা করেছে যে মার্কিন সরকারী সংস্থাগুলি তাদের কয়েক ডজন গবেষণা অনুদান স্থগিত করেছে।
হার্ভার্ড তার বন্ড নথিতে ফেডারেল তহবিলের হুমকি সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক করেছে।