
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
দক্ষিণ-পশ্চিম জাপানের একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৬ এপ্রিল) বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা শহরের একটি হাসপাতালে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় সেখানে মোট ছয়জন যাত্রী ছিলেন।
হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের জানিয়েছেন যে দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক’।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘন্টা পরে, একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয়জন যাত্রীকে খুঁজে পায়।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ৮৬ বছর বয়সি রোগী, তার পরিবারের ৬৮ বছর বয়সি এক সদস্য এবং ৩৪ বছর বয়সি একজন ডাক্তার দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।
আর হেলিকপ্টারটির পাশে থাকা অন্য তিনজন ব্যক্তি জীবিত ছিলেন বলেও জানায় কোস্টগার্ড।
হেলিকপ্টার অপারেটরের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, বিমানে থাকা পাইলট এবং মেকানিক উভয়ই অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না।
জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি এ ঘটনার তদন্ত করবে বলেও জানান তিনি।