
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম
বিয়ে করলেন বুশরা বিবির ছেলে মুসা মানেকা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি ও খাওয়ার মানেকার ছেলে মুসা মানেকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
পারিবারিক সূত্রের বরাতে জিয়ো নিউজ জানিয়েছে, লাহোরের বেদিয়ান রোডে খাওয়ার মানেকার ফার্ম হাউসে বুশরা বিবি ও খাওয়ার মানেকার ছেলে মুসা মানেকার বিয়ের অনুষ্ঠান হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিয়ের অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠজনরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কারাগারে থাকায় বুশরা বিবি ছেলের বিয়েতে থাকতে পারেননি।
তবে মুক্ত থাকলেও বর্তমানে ইমরান খানের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা বুশরা বিবি এ বিয়েতে যেতেন কি না তা নিশ্চিত ছিলো না।
ইমরান খানের মতো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন বুশরা বিবি।
বুশরার প্রথম স্বামী ছিলেন মানেকা। ১৯৮৯ সালে তাদের বিয়ে হয়েছিল।
মানেকার অভিযোগ, তিনি ২০১৭ সালের ১৪ নভেম্বর বুশরাকে তালাক দেন। ইদ্দতকাল (অপেক্ষার সময়কাল) শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে করেন ইমরান ও বুশরা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আবার বিয়ে করেন।