
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৬ এএম
মাইক্রোসফটের সুবর্ণজয়ন্তীতে গাজা ইস্যুতে বিক্ষোভ এক নারীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম

আরও পড়ুন
মাইক্রোসফটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে গাজা ইস্যুতে বিক্ষোভ করে বসলেন এক নারী। যখন কোম্পানির এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান কোপাইলট প্রোডাক্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিলেন, ঠিক তখনই দর্শকসারিতে বসা সে নারী উঠে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি বলো যে ভালো কিছুর জন্য এআই ব্যবহার করছো, অথচ মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীকে এআই অস্ত্র বিক্রি করছে।’
প্রতিবাদকারী সে নারী গাজায় চলমান গণহত্যায় যে ইতোমধ্যে ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন, তা তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক সিইও স্টিভ বালমার।
মুস্তাফা সুলেইমান শান্তভাবে উত্তর দেন, ‘তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি।’ তবে প্রতিবাদকারী সে নারী থেমে থাকেননি। তিনি আরও বলেন, ‘তোমাদের—তোমাদের পুরো কোম্পানির হাতে রক্ত লেগে আছে।’
এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন সামরিক প্রযুক্তিতে যুক্ত হয়, তখন সেগুলোর মানবিক ও নৈতিক দিক নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ নিয়ে আন্তর্জাতিক মহলে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা মাইক্রোসফটের সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানে পর্যন্ত গিয়ে পৌঁছেছে।