
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৮ এএম
এবার ঈদে মুসলমানদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প

নোমান সাবিত, নিউইয়র্ক থেকে
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ এএম

আরও পড়ুন
হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের জন্য এবার ঈদুল ফিতরে শুভেচ্ছা জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা পাঠিয়ে থাকেন।কিন্তু এবারেই ঘটেছে তার ব্যতিক্রম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত দেননি কোন বিবৃতি।
রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদর উপলক্ষে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন।
সম্মাননা ও উদযাপনের ওই রাতে বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকব।
বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন।
ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ২৩ মে, ২০২০ প্রথমবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান।
তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছিলেন, বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করছেন, আমরা আশা করি তারা প্রার্থনা ও ভক্তির মাধ্যমে সান্ত্বনা ও শক্তি লাভ করবেন। গত কয়েক সপ্তাহ ও মাস ধরে, যখন আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন এই অভূতপূর্ব সময়ে দিকনির্দেশনা পাওয়ার জন্য আমরা আমাদের বিশ্বাস, পরিবার এবং বন্ধুদের ওপর নির্ভর করেছি।
এই উৎসব এক মাসব্যাপী রমজান শেষে পালন করা হয়, যখন মুসলিমরা দিনের বেলা রোজা রাখেন এবং অন্যান্য ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা পালন করেন।
ট্রাম্প বলেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, আমরা মনে করি ধর্ম আমাদের জীবনে আশার শান্তি, অনুপ্রেরণাদায়ক ভালোবাসা এবং ঐক্যের বন্ধন এনে দেয়, আমরা একটি আশীর্বাদপূর্ণ ও আনন্দময় ঈদুল ফিতরের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।