
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৬ এএম
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

আরও পড়ুন
সমস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে লোড করা হয়েছে এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরান।
রোববার (৩০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে তেহরান টাইমস।
পোস্টে উল্লেখ করেছে, প্যান্ডোরার বাক্স খোলার জন্য মার্কিন সরকার এবং তার মিত্রদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। সেইসঙ্গে শিগগিরিই ‘নতুন ক্ষেপণাস্ত্র’ ও ‘ড্রোন সিটিস’ (ড্রোন শহর) উদ্বোধন করবে দেশটি।
তিনি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন, ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শিগগিরই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধারণকারী নতুন সুযোগ-সুবিধা উন্মোচন করা হবে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান ‘দুর্বল হয়ে পড়েছে’ এমন ধারণাও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।
তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইরান তার প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তিত নয়, কারণ ইরান মূলত আরব দেশটিতে কোনো সামরিক সুবিধা উপভোগ করেনি।
তিনি আরও বলেন, আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোনো দেশের ভিত্তিতে তৈরি করা হয়নি। ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে তার নিজস্ব ভূখণ্ড, সংকল্প, সিদ্ধান্ত, ক্ষমতা এবং কর্মক্ষমতার উপর প্রতিষ্ঠিত।