
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
গাজায় মজুত আছে মাত্র ১৪ দিনের খাদ্য!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইসরাইলের সামরিক অভিযানে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে গাজাবাসী।উপত্যকাটিতে ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। যার ফলে খাদ্য সংকটে রয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। আর মাত্র দুই সপ্তাহের খাদ্য মজুত রয়েছে উপত্যকাটিতে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, গাজায় মাত্র দুই সপ্তাহের খাবার অবশিষ্ট রয়েছে, সেখানে লাখ লাখ মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।
রোম-ভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ডব্লিউএফপির গাজায় প্রায় ৫ হাজার ৭০০ টন খাদ্য অবশিষ্ট রয়েছে - যা সর্বোচ্চ দুই সপ্তাহের কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট।
জাতিসংঘ বুধবার (২৬ মার্চ) জানিয়েছে, নতুন করে ইসরাইলি অভিযানের ফলে মাত্র সাত দিনে ১ লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর ইসরাইল গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়ার পরে সরবরাহ হ্রাসের বিষয়ে সতর্ক করেছে।
ডব্লিউএফপি বৃহস্পতিবার জানিয়েছে, তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় নতুন খাদ্য সরবরাহ আনতে অক্ষম।
সংস্থাটি বলছে, গাজার লাখ লাখ মানুষ আবারও তীব্র ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে কারণ উপত্যকায় মানবিক খাদ্য মজুদ কমে যাচ্ছে এবং সাহায্যের জন্য সীমান্ত বন্ধ রয়েছে।
ডব্লিউএফপি আরও বলছে, গাজায় সামরিক তৎপরতার সম্প্রসারণ খাদ্য সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং প্রতিদিন কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।