
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম
ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম
-67e281ee8094a.jpg)
আরও পড়ুন
ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মহাসচিব সালমান আকরাম রাজা। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
তিনি আরও বলেন, আপাতত পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। তবে জামিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই) এবং সিন্ধুর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং একটি বৃহৎ বিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা এগোচ্ছে।
সম্প্রতি পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালকের বক্তব্যের বরাত দিয়ে বলেন, পিটিআই যদি রাজনৈতিকভাবে সামনে এগোতে চায়, তাহলে তাদেরকে ৯ মে-র ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। তিনি ‘নাদিম মালিক লাইভ’ নামক একটি টক শোতে বলেন, ‘৯ মে-র ঘটনার জন্য ক্ষমা চাওয়া ছাড়া কোনো ছাড় দেওয়া হবে না।’
ইমরান খানের সাক্ষাৎ নিয়ে নিষেধাজ্ঞা
সালমান আকরাম রাজা জানান, ইমরান খানের সাক্ষাৎ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে এবং তিনি তার সমস্ত আইনগত অধিকার পাবেন। তবে যারা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন, তারা বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না—এমন শর্ত দেওয়া হয়েছে।
‘আমরা এই শর্ত মেনে নিয়েছি যে, যারা তার সঙ্গে দেখা করবেন, তারা বাইরে এসে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন না। তবে পিটিআই-এর অভ্যন্তরীণ আলোচনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অন্যায্য,’ বলেন রাজা।
তিনি আরও অভিযোগ করেন, পিটিআই নেতাদের মিডিয়ার সামনে কথা বলাকে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়’ বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
‘সংসদের সদস্যদের যেকোনো জায়গায় তাদের মতামত প্রকাশের অধিকার আছে। তবে শুধুমাত্র আত্মীয়দের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,’ তিনি বলেন।
২৩ মার্চে পিটিআই কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ
পাকিস্তান দিবস (২৩ মার্চ) উপলক্ষে পিটিআই কর্মীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করেন সালমান আকরাম রাজা। তিনি বলেন, লাহোরে পিটিআই কর্মীদের স্বাভাবিক উদযাপনও বাধাগ্রস্ত করা হয়েছে।
‘২৩ মার্চ আনন্দের দিন। কিন্তু আমাদের সেই দিন উদযাপন করতেও দেওয়া হয়নি। পুলিশ বাড়িতে হানা দিয়েছে, এমনকি একটি কেক কাটার অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। এটি শুধু সংবিধানের লঙ্ঘন নয়, বরং সাধারণ শালীনতারও পরিপন্থি,’ বলেন রাজা।
সরকারপন্থি দলগুলোর সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই
সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে সালমান আকরাম রাজা বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে পিটিআই-এর আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। বিশেষ করে জামিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই) এবং সিন্ধুর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।
তবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন তিনি।
‘যেসব দল বর্তমান পরিস্থিতি থেকে সুবিধা পাচ্ছে, তারা আগে নিজেদের আচরণ পুনর্মূল্যায়ন করুক। এরপরই কেবল কোনো অর্থবহ সংলাপ হতে পারে,’ মন্তব্য করেন তিনি।