Logo
Logo
×

আন্তর্জাতিক

তালেবানের হাতে আটক মার্কিন নাগরিকের মুক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:৫৯ এএম

তালেবানের হাতে আটক মার্কিন নাগরিকের মুক্তি

তালেবানের হাতে দুই বছরেরও বেশি সময় ধরে আটক থাকা মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান মুক্তি পেয়েছেন। ৬৫ বছর বয়সি এই এয়ারলাইন মেকানিক ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে ভ্রমণের সময় আটক হন। তাকে মুক্ত করতে ট্রাম্প প্রশাসনের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার এবং কাতারি মধ্যস্থতাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ​

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে  এ খবর দিয়েছে আল জাজিরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্লেজম্যানের মুক্তিকে ‘ইতিবাচক এবং গঠনমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে কাতারের ‘অটল প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেন। 

তিনি আরও বলেন, ‘এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এখনও অন্যান্য আমেরিকানরা আফগানিস্তানে আটক রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে অন্যায়ভাবে আটক সকল আমেরিকানকে মুক্ত করতে তার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাবেন।’ ​

গ্লেজম্যানের মুক্তির জন্য কোনো বন্দি বিনিময় করা হয়নি; এটি তালেবানের একটি সদিচ্ছা প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। সাবেক মার্কিন আফগানিস্তান দূত জালমায় খলিলজাদ উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিকভাবে আটক আমেরিকানদের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তনকে উচ্চ অগ্রাধিকার দিয়েছে। ​

গ্লেজম্যান বর্তমানে কাতারের দোহা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন, যেখানে তিনি তার স্ত্রী আলেকজান্দ্রার সাথে পুনর্মিলিত হবেন। গ্লেজম্যানের মুক্তি আফগানিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্বাভাবিকীকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও তালেবানের শাসনকে এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম