Logo
Logo
×

আন্তর্জাতিক

রাফাহ শহরে ইসরাইলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০০ এএম

রাফাহ শহরে ইসরাইলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু

আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি ভেঙে ইতিহাসের নিষ্ঠুর হত্যাযজ্ঞে নেমেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে , তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর শাবুরা এলাকায় স্থল অভিযান শুরু করেছে। 

শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

এই অভিযানের অংশ হিসেবে, তারা বেশ কয়েকটি ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করেছে বলে দাবি করেছে। 

ইসরাইলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং উত্তর ও মধ্য গাজায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই এলাকাগুলোতে বোমাবর্ষণের ফলে শত শত মানুষ নিহত হয়েছে, যার মধ্যে গত কয়েক দিনে কমপক্ষে ২০০ শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৮,৫৭৭ ফিলিস্তিনি নিহত এবং ১১২,০৪১ জন আহত হয়েছে।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাফাহ এলাকায় স্থল অভিযান শুরু করেছে এবং গাজার অন্যান্য অংশেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। 

গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফাহ। অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরটিতে কয়েক লাখ বাস্তুচ্যুতের বাস। গাজার ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত শহরটি।

এই পরিস্থিতিতে, গাজার বেসামরিক জনগণের মানবিক সংকট আরও তীব্রতর হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম