Logo
Logo
×

আন্তর্জাতিক

‘আদালত অনুমোদন দিলে ইমরান খানের মুক্তিতে সরকারের আপত্তি নেই’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:৪০ এএম

‘আদালত অনুমোদন দিলে ইমরান খানের মুক্তিতে সরকারের আপত্তি নেই’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও গণসংযোগ বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বৃহস্পতিবার বলেছেন, যদি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)- প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেওয়ার আদেশ দেন, তাহলে সরকার কোনো আপত্তি করবে না।  

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পিটিআই ঈদুল ফিতরের পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছে। দলটি দাবি করছে, তাদের ‘চুরি হওয়া ম্যান্ডেট’ পুনরুদ্ধার, আইনের শাসন ও সংবিধানের সর্বোচ্চতা নিশ্চিত করা এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য তারা আন্দোলন চালিয়ে যাবে।  

এদিকে, রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে, জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমানও ঈদের পর কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যা পিটিআই-এর এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ জানান, ইমরান খান একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় এখনও কারাগারে রয়েছেন।  

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের মতো একাধিক অভিযোগ রয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি নানা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।  

এদিকে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটির সাম্প্রতিক ইন-ক্যামেরা বৈঠক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রানা সানাউল্লাহ বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরকে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষাপটে পুলিশের সক্ষমতা এবং সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।  

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষভাবে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।  

পিটিআই-এর সংসদীয় নেতৃত্ব, যার মধ্যে বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুবও ছিলেন, এই বৈঠকে অংশ নেননি। তবে, প্রাদেশিক প্রতিনিধি হিসেবে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম