
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে দ্রুত চুক্তি হতে পারে: জেলেনস্কি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম

আরও পড়ুন
রাশিয়ার সঙ্গে যুদ্ধে শিগগিরই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে মস্কো যদি সীমিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে ইউক্রেন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ার করেছেন জেলেনস্কি।
হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগবিতণ্ডার পর বুধবার প্রথমবারের মতো দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়।
জেলেনস্কি বলেছেন, কিয়েভ কয়েকটি অবকাঠামোর তালিকা করেছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্ভাব্য যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, সেখানে ওই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
ওই তালিকায় শুধু জ্বালানি অবকাঠামো নয়, বরং রেল ও বন্দর অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কির সঙ্গে আলাপের একদিন আগেই পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ওই আলাপে পুতিন জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন।
জেলেনস্কি বলেছেন, আমি বুঝতে পেরেছি, আমরা (রাশিয়ার সঙ্গে) যতক্ষণ পর্যন্ত একমত না হব, যতক্ষণ পর্যন্ত না আংশিকভাবে হলেও একটি লিখিত যুদ্ধবিরতি না হবে, আমার মনে হয় সবকিছু উড়বে।
বুধবার অনলাইনে সাংবাদিকদের সঙ্গে ওই ব্রিফিংয়ে জেলেনস্কিকে ক্লান্ত দেখাচ্ছিল। তিনি ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ সম্পর্কে বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে এবারই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক কথা বলেছেন। তিনি আরও বলেছেন, তিনি এ সময় কোনো চাপ অনুভব করেননি।
ট্রাম্প ইউক্রেন সফরে আসুক—এমনটি তিনি এখনো চান কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি চান এবং তিনি বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্টের সফর যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে তাকে সাহায্য করবে।